টেস্ট কিট ও সুরক্ষা সরঞ্জাম দিল চায়না হারবার

বণিক বার্তা অনলাইন

চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারকে (সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস ডিপো) তিন হাজার করোনা টেস্ট কিট, তিন হাজার পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই ) ও ২০ হাজার সার্জিক্যাল মাস্ক দিয়েছে। 

আজ বুধবার বাংলাদেশে চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ফু জিউকুয়ান কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহকে এসব সামগ্রী হস্তান্তর করেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফু জিউকুয়ান এ প্রসঙ্গে বলেন, সম্প্রতি চীনের জনগণ করোনার ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে এবং সফলভাবে মোকাবেলা করতেও সক্ষম হয়েছে। করোনা মোকাবেলায় বন্ধুপ্রতীম বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।

বিশ্বস্ত অংশীদার হিসেবে আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন প্রতিকূলতায় আমরা ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকতে চাই।

চায়না হারবার ৩০ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৯টি প্রকল্পের সঙ্গে যুক্ত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন