সীমিত পরিসরে কলমানি মার্কেট চালু রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রভাবে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির মধ্যেও জনসাধারণের সুবিধার্থে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলছে। ব্যাংকগুলোয় টাকা লেনদেন করা যাচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লেনদেনের স্বল্প সময়েও ব্যাংকগুলোয় টাকার সংকট তৈরি হচ্ছে। অবস্থায় সীমিত পরিসরে রেপো আন্তঃব্যাংক কলমানি মার্কেট চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে জারীকৃত প্রজ্ঞাপনে বলা হয়, আগ্রহী ব্যাংকগুলো প্রয়োজনীয় ফরম পূরণ করে বিধি মোতাবেক দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সিকিউরিটিজ শাখায় রেপোর দরপত্র দাখিল করবে। পাশাপাশি একই সময়ের মধ্যে লেনদেনের বিবরণী যথানিয়মে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে।

আন্তঃব্যাংক লেনদেনের ফলে সম্ভাব্য তারল্য ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সীমিত পরিসরে রেপো কলমানি বাজার চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন