সিসিএনএফের সংবাদ সম্মেলন

কক্সবাজারের প্রতি বিশেষ নজর দেয়ার দাবি

কক্সবাজারে বিভিন্ন উন্নয়ন মানবিক কর্মসূচি বাস্তবায়নরত ৬০টি স্থানীয় জাতীয় এনজিওর নেটওয়ার্ক কক্সবাজার সিএসও এনই এনজিও ফোরাম (সিসিএনএফ) গতকাল এক অনলাইন সংবাদ সম্মেলনে করোনাভাইরাস সংকট মোকাবেলায় কক্সবাজার জেলার ওপর সরকার দাতা সংস্থাগুলোর কাছে বিশেষ নজর দেয়ার দাবি জানানো হয়।

জেলায় প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের আগমনের পর সামাজিক শক্তিগুলো যেভাবে উদ্যোগ নিয়েছিল, করোনা সংকট মোকাবেলায় একইভাবে উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে। রোহিঙ্গা শিবির এলাকা এবং উখিয়া, টেকনাফে সাময়িকভাবে হলেও ৪জি মোবাইল ফোন ইন্টারনেট সেবা চালুর দাবি জানানো হয়। এতে সবার পক্ষে করোনা মোকাবেলার প্রস্তুতি গ্রহণ গুজব মোকাবেলা সহজ হবে। অন্যদিকে রোহিঙ্গাদের পক্ষেও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া সহজ হবে। সাংবাদিকরাও সহজে সংবাদ সংগ্রহ পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন