সিলেটে আইসোলেশনে থাকা কিশোরীর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন এক কিশোরী (১৬) মারা গেছে। গতকাল দুপুরে তার মৃত্যু হয়। এর আগে সকালে জ্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা বলছেন, মারা যাওয়া কিশোরী আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিল। তার শরীরে নভেল করোনাভাইরাসের কোনো লক্ষণ ছিল না।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের একটি উপজেলা থেকে ওই কিশোরীকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় তার শ্বাসকষ্ট জ্বর ছিল। সেই সঙ্গে তার সমস্ত শরীর ফোলা ছিল। তারপর চিকিৎসকরা এসে অক্সিজেন লাগান। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে সে মারা যায়।

ইউনুছুর রহমান আরো বলেন, ওই কিশোরী বা তার পরিবারের কোনো বিদেশফেরত বা তাদের সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি। দুই মাস আগে থেকেই তার শরীর অসুস্থ ছিল। আমরা ধারণা করছি, করোনাভাইরাসের কারণে তার মৃত্যু হয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন