নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত নারীর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ফেরদৌসী বেগম নামের এক নারী মারা গেছেন। গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হলো। নিহত ফেরদৌসী বেগম বাবুরাইল এলাকার তোফাজ্জল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোরে তোফাজ্জল হোসেনের বাড়ির সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে দেয়ালচাপায় তোফাজ্জল হোসেন, তার স্ত্রী ফেরদৌসী বেগম এবং তাদের তিন সন্তান হালিমা বেগম, মোহাম্মদ হোসেন আহাম্মদ আহত হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আট মাস বয়সী শিশু আহাম্মদকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে পরে ঢামেকে স্থানান্তর করা হয়। এদের মধ্যে ফেরদৌসী বেগম গত সোমবার রাতে মারা যান।

তোফাজ্জল হোসেনের খালাতো ভাই রাকিব উদ্দিন জানান, তিন সন্তান নিয়ে ফেরদৌসী ছিলেন এক কক্ষে আর তোফাজ্জল হোসেন ছিলেন পাশের কক্ষে। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে বিকট শব্দে সেপটিক ট্যাংক বিস্ফোরণ হলে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে দেয়ালচাপা পড়ে পবিরারের পাঁচজনই গুরুতর আহত হন। তাদের ঘরের আসবাব সব চুরমার হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, বাবুরাইল এলাকার সড়কের নিচে গ্যাসলাইনের লিকেজ থেকেই তোফাজ্জল হোসেনের বাড়ির সেপটিক ট্যাংকের বিস্ফোরণ ঘটে। একই সময়ে পাশের একটি বাড়ির সেপটিক ট্যাংকও বিস্ফোরিত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন