বর্ষাতি-হেলমেট পরে করোনার বিরুদ্ধে যুদ্ধ!

বণিক বার্তা ডেস্ক

করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছেন। ইতালিতে এরই মধ্যে বেশ কয়েকজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। কারণে কভিড-১৯-এর রোগীর চিকিৎসায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম থাকাটা সবার আগে জরুরি। কিন্তু ভারত ইন্দোনেশিয়ার মতো অনেক দেশে এসব সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। চিকিৎসকদের প্রটেক্টিভ গাউনের পরিবর্তে বর্ষাতি পরে চিকিৎসা দিতে দেখা যাচ্ছে। ভারতের চিকিৎসকদের অনেকে সাধারণ বর্ষাতি মোটরবাইকের হেলমেট পরে রোগী দেখছেন। কলকাতার অন্যতম বৃহৎ করোনা চিকিৎসাকেন্দ্র বেলেঘাটা সংক্রামক রোগ হাসপাতালে রোগী দেখার জন্য জুনিয়র চিকিৎসকদের গত সপ্তাহে দেয়া হয়েছে প্লাস্টিকের রেইনকোট। 

এদিকে হরিয়ানায় ইএসআই হাসপাতালের . সন্দীপ গার্গ বলেছেন, এন৯৫ মাস্ক না থাকার কারণে আমরা মোটরবাইকের হেলমেট ব্যবহার করছি। আমি হেলমেট পরি, এর সামনের অংশটি আমার মুখ ঢেকে রাখে এবং সার্জিক্যাল মাস্কের ওপর আলাদা একটি লেয়ার তৈরি করে।

একই পরিস্থিতি ইন্দোনেশিয়ায়ও। দেশেও পিপিই না থাকার কারণে চিকিৎসকদের প্লাস্টিকের বর্ষাতি পরতে হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্স বিজনেস টুডে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন