জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ার

বণিক বার্তা ডেস্ক

করোনাভাইরাস মহামারীতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে জরুরি অবস্থা ঘোষণা হলো ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার ঘোষণা দেন বিশ্বের চতুর্থ জনবহুল দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো। তবে তিনি দেশব্যাপী লকডাউনের আহ্বানে সাড়া দেননি। খবর এএফপি।

রাজধানী জাকার্তাসহ প্রধান শহরগুলোতে লকডাউনের ঘোষণা না দেয়ার কারণে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে উইডোডো প্রশাসন। অথচ তিন কোটি মানুষের আশ্রয় জাকার্তাতেই কভিড-১৯- মৃত্যুর ঘটনা বেশি ঘটেছে।

সামাজিক বিচ্ছিন্নতার ওপর জোর দেয়া ছাড়া জরুরি অবস্থায় গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাননি উইডোডো। তবে নিম্ন আয়ের শ্রমিকদের জন্য ভর্তুকি সামাজিক সহযোগিতা হিসেবে ১৫০ কোটি ডলার তহবিলের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, কভিড-১৯-এর প্রভাব কাটিয়ে উঠতে আমরা বৃহদাকারে সামাজিক বিচ্ছিন্নতার ওপর জোর দিচ্ছি।

মঙ্গলবার কর্তৃপক্ষ জানায়, পর্যন্ত ইন্দোনেশিয়ায় কভিড-১৯- নিহতের সংখ্যা ১৩৬ জনে দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছে হাজার ৫২৮ জন। তবে ২৬ কোটি জনসংখ্যার দেশটিতে প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন