রফতানি দৈনিক ১ কোটি ব্যারেল ছাড়াবে সৌদি আরবের

বণিক বার্তা ডেস্ক

অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাড়ানোর পরিকল্পনা করেছে সৌদি আরব। পরিকল্পনার অংশ হিসেবে আগামী মে মাস থেকে দেশটি আন্তর্জাতিক বাজারে প্রতিদিন এক কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করবে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য জানা গেছে। সৌদি আরবে জ্বালানি তেলের অভ্যন্তরীণ ব্যবহার কমে এসেছে। বিপরীতে দেশটি জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়িয়েছে। কারণে উত্তোলন ব্যবহারের ভারসাম্য ধরে রাখতে অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি বাড়ানোর চিন্তাভাবনা করছে দেশটি। খবর রয়টার্স অ্যারাবিয়ান বিজনেস। 

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মে মাস থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাড়ানো হবে। সময় দেশটি জ্বালানি তেলের দৈনিক গড় রফতানি কোটি লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে এক কোটি ব্যারেলের কিছু কম অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। 

সূত্রটি জানায়, সৌদি আরবে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের বদলে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ানো হয়েছে। এরই মধ্যে দেশটির আল-ফাদহিলি গ্যাস কূপের পুরো উৎপাদন বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। এর জের ধরে সৌদি আরবে জ্বালানি তেলের ব্যবহার অনেকটাই কমেছে। বাড়তি জ্বালানি তেল রফতানি করতে চাইছে দেশটি।

এদিকে মার্চের শুরুতে ওপেক-নন ওপেক দেশগুলোর ঐকমত্যের অভাবে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সীমিত রাখার চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগ ভেস্তে গেছে। এরপর থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। রাশিয়ার সঙ্গে দেশটির সাম্প্রতিক মূল্যযুদ্ধ সৌদি সরকারকে জ্বালানি তেলের উত্তোলন বাড়াতে উদ্বুদ্ধ করেছে। 

পরিস্থিতিতে বাড়তি অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করতে বিশেষ মূল্যছাড় দিয়েছে রিয়াদ। ছাড়কৃত মূল্যের আওতায় জ্বালানি তেল কিনতে সৌদি আরবের প্রতি ঝুঁকেছে এশিয়া ইউরোপের দেশগুলো। সুযোগ কাজে লাগিয়ে রফতানি বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি সরকার। তবে দেশটির উদ্যোগ জ্বালানি তেলের বাজারে বিদ্যমান রেকর্ড মন্দা ভাব আরো জোরদার করবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন