চাল রফতানি বন্ধ করছে কম্বোডিয়া

বণিক বার্তা ডেস্ক

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর প্রভাব লেগেছে কম্বোডিয়ায়ও। ভাইরাসটির সংক্রমণ এড়াতে দেশটি আমদানি-রফতানি কার্যক্রম সাময়িক গুটিয়ে আনছে। এর জের ধরে কম্বোডিয়া থেকে আন্তর্জাতিক বাজারে চাল রফতানি সাময়িক বন্ধ হয়ে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী হুন সেন তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স সিনহুয়া।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুন সেন বলেন, মহামারীর সময়ে খাদ্যপণ্যের অভ্যন্তরীণ মজুদ পর্যাপ্ত রাখাটা বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবেলায় এরই মধ্যে ধান সিদ্ধ চাল রফতানি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। তবে সুগন্ধি চাল রফতানি আগের মতো অব্যাহত থাকবে।

দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী হুন সেনের আদেশ আগামী এপ্রিল থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশটি থেকে ধান সিদ্ধ চাল রফতানি বন্ধ থাকবে।

চাল উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় কম্বোডিয়ার অবস্থান ১৩তম। বিশ্বের অষ্টম শীর্ষ চাল রফতানিকারক দেশ কম্বোডিয়া। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, গত বছর কম্বোডিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৪ লাখ টন চাল রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক শতাংশ বেশি। ২০১৯ সালে দেশটি সব মিলিয়ে ১৩ লাখ ৫০ হাজার টন চাল রফতানি করেছিল। কম্বোডিয়ার ইতিহাসে গত বছর সবচেয়ে বেশি চাল রফতানি হয়েছে।

এদিকে নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে সম্প্রতি চাল রফতানি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। কারণে দেশটি খাদ্যপণ্যটির নতুন কোনো রফতানি চুক্তি সই থেকে বিরত রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন