বাড়তির দিকে আকরিক লোহার দাম

বণিক বার্তা ডেস্ক

আকরিক লোহার ভোক্তা দেশগুলোর তালিকায় চীনের অবস্থান শীর্ষে। দেশটির বাজারে ব্যবহারিক ধাতুটির দাম বাড়তে শুরু করেছে। সর্বশেষ কার্যদিবসে দেশটিতে আকরিক লোহার দাম শতাংশের বেশি বেড়েছে। মূলত নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে লকডাউনের ধাক্কা সামলে গতি ফিরতে শুরু করেছে চীনের শিল্প খাতে। কারণে দাম বাড়ছে ব্যবহারিক ধাতুটির। খবর রয়টার্স।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহা ৬৫৩ ইউয়ান (চীনা মুদ্রা) বা ৯২ ডলার সেন্টে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক শতাংশ বেশি।

তবে আকরিক লোহার দাম বাড়লেও কমেছে স্টিল রেবারের দাম। সাংহাই ফিউচার এক্সচেঞ্জে দিন শেষে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি টন স্টিল রেবার বিক্রি হয়েছে হাজার ৪১০ ইউয়ানে, যা আগের দিনের তুলনায় দশমিক শূন্য শতাংশ কম। সময় হট-রোলড কয়েলের দাম দশমিক শতাংশ বেড়ে হাজার ২৭৩ ইউয়ানে উন্নীত হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নভেল করোনাভাইরাসের মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীন। অনেক প্রদেশেই শিল্প-কারখানা খুলেছে। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। গতি ফিরেছে অবকাঠামো নির্মাণে। কারণে চাহিদা বেড়ে আকরিক লোহাসহ বিভিন্ন ধাতব পণ্যের দাম আগের তুলনায় বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন