দেশের বাজারে ডুয়াল সেলফি ক্যামেরাসংবলিত নতুন স্মার্টফোন রেনোথ্রি প্রো স্মার্টফোন আনতে যাচ্ছে অপো বাংলাদেশ। ডিভাইসটি স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। এতে সর্বশেষ প্রযুক্তির পাঞ্চহোল অ্যামোলেড ডিসপ্লে ব্যবহূত হয়েছে।
অপো বাংলাদেশের তথ্যমতে, রেনোথ্রি প্রো স্মার্টফোনে ৪৪ ও ২ মেগা পিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া ডিভাইসটিতে ৬৪, ১৩, ৮ ও ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা আছে। এতে শক্তিশালী মিডিয়াটেক হেলিও পি৯৫ চিপসেট ব্যবহূত হয়েছে। এই এআই প্রসেসিং চিপসেট ফোরজি স্মার্টফোনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এআই ক্যামেরা ফিচারের মাধ্যমে হেলিও পি৯৫ প্রসেসর দেবে প্রিমিয়াম ফটোগ্রাফির অভিজ্ঞতা।
রেনোথ্রি প্রো স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহূত হয়েছে। এর পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই এবং ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৫। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কালারওএস ৭।
ই-কমার্স প্লাটফর্ম দারাজ ও পিকাবুর মাধ্যমে ডিভাইসটির প্রাক-ক্রয়াদেশ নিতে শুরু করেছে অপো বাংলাদেশ। শিগগিরই ডিভাইসটির সরবরাহ শুরু হবে।