ব্রিটিশ প্রিন্স চার্লস কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। রাজপরিবারের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি সুস্থ আছেন এবং বাড়ি থেকেই কাজকর্ম করছেন।
মুখপাত্র আরো জানিয়েছেন, প্রিন্স চার্লসের স্ত্রী ডাচেস অব কর্নওয়ালেরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল। তবে ফলাফল নেতিবাচক আসে।
প্রিন্স চার্লস এবং ডাচেস অব কর্নওয়ালে এখন স্কটল্যান্ডে তাদের বাড়িতে সেলফ- আইসোলেশনে আছেন। প্রিন্সের বয়স এখন ৭১ বছর। রানি ও তার ৯৮ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপের বড় সন্তান প্রিন্স চার্লস।
করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে বয়স্কদের ঝুঁকি বেশি। এজন্য রানি ও প্রিন্স ফিলিপের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
যদিও বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথ সুস্থ আছেন। মহামারির এই সময়ে ৯৩ বছর বয়সী রানি তার দৈনিক রুটিন পরিবর্তন করেছেন। তাকে প্রিন্স চার্লসের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল লন্ডনে গত ১২ মার্চ।
প্রাসাদের একজন মুখপাত্র জানিয়েছেন, রানি ভাইরাস প্রতিরোধে উপযুক্ত পরামর্শ অনুসরণ করছেন। তবে প্রিন্স চার্লস কীভাবে কার থেকে সংক্রমিত হলেন সেটি বলা কঠিন কারণ। গত কয়েক সপ্তাহ তিনি বেশ কয়েকটি জনবহুল অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
সূত্র: দ্য টেলিগ্রাফ ও সিএনএন