জেমস বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্র নো টাইম টু ডাই মুক্তির অপেক্ষায় আছে।
এরই মধ্যে চলচ্চিত্রটির ট্রেইলার নিয়ে জেমস বন্ড ভক্তরাও বেশ উচ্ছ্বসিত।
এদিকে চলচ্চিত্র মুক্তির আগেই বন্ড ভক্তদের জন্য
সুখবর নিয়ে এসেছে ব্রিটিশ লাগেজ প্রস্তুতকারক সংস্থা গ্লোব-ট্রোটার।
ভক্তদের জন্য তারা নিয়ে এসেছে ‘নো
টাইম টু ডাই’
স্যুটকেস।
সর্বশেষ সংস্করণে গ্লোব-ট্রোটা ব্যাগ লাভার ও বন্ড ভক্তদের জন্য ‘নো টাইম টু ডাই’ অনুপ্রাণিত তিনটি বিশেষ টুকরো নিয়ে এসেছে। একটি বহনযোগ্য ট্রলি কেস, একটি চেক-ইন আকারের সংস্করণ ও চলচ্চিত্রের লোগোসংবলিত কালো লাগেজ ট্যাগ। ভিক্টোরিয়ান যন্ত্রপাতি ব্যবহার করে মেগা-চিক লাগেজটি হার্টফোর্ডশায়ার কারখানায় হাতে তৈরি করা হয়েছে। ভুলকানাইজড ফাইবারবোর্ডের সঙ্গে লাগেজটিতে যুক্ত হয়েছে কালো চামড়া।
যা-ই হোক সবকিছু ছাপিয়ে গ্লোব-ট্রোটার স্যুটকেগুলোর মূল বিশেষত্ব হলো বন্ড মুভিতে তাদের স্যুটকেসগুলোর ব্যবহার।
০০৭ চলচ্চিত্রগুলোর অনেক দৃশ্যে ড্যানিয়েল ক্রেগকে গাঢ় রঙের মার্কুয়ের ক্ল্যাসিক স্যুটকেসগুলো নিয়ে ঘুরতে দেখা যায়।
নতুন স্যুটকেসগুলো ‘ওশেন
গ্রিন’ রঙ ও নো টাইম টু ডাই লোগোতে পাওয়া যাবে।
এর
সঙ্গে ক্ল্যাসিক ব্ল্যাক লাগেজ ট্যাগ যুক্ত করতে চাইলে অতিরিক্ত ১৪০ ডলার খরচ করতে হবে।
লাগেজটি নিজের সংগ্রহে রাখতে চাইলে আপনাকে গুনতে হবে ২ হাজার ৮৯৫ ডলার।
এর
মধ্যে ‘নো
টাইম টু ডাই’
অনুপ্রাণিত টুকরোগুলোর দামই ২ হাজার ৪৮৫ ডলার।
সূত্র: লাক্সারি লঞ্চেস