ইতালিয়ান জুয়েলারি ও বিলাসীপণ্য সরবরাহকারী ব্র্যান্ড বুলগারি ফ্যাশনেবল মানুষের জন্য নিয়ে এসেছে সারপেন্টি এয়ারপড কেস। যদিও বুলগারির কথা এলে প্রথমেই মনে হতে পারে সারপেন্টি ঘড়ির কথা। তবে নজরকাড়া নকশা ও শৈলীর এ এয়ারপড কেস উন্মুক্ত করেছে বুলগারি, যা আপনাকে মুগ্ধ করতে পারে।
বুলগারির সারপেন্টি সংগ্রহের জন্য এটা নতুন এক সংস্করণ। মিনি ব্যাগটির বাইরের গোলাপি রঙ আপনাকে চমকে দেবে। ৭–৬–৩ সেন্টিমিটার ব্যাসের কেসটি দ্বৈত মুখযুক্ত চামড়া দিয়ে তৈরি করা হয়েছে। এতে টোনাল সেলাইয়ের সঙ্গে সাপ দ্বারা অনুপ্রাণিত চেইন রয়েছে, যা ব্যাগটিতে আবির্ভূত হয়ে নিখুঁত সৌন্দর্য সৃষ্টি করেছে। ব্যাগটির সম্মুখভাগে সাপের মুখের আদলে স্বর্ণের লক বসানো হয়েছে। কালো ও সাকুরা পিংক এনামেল দিয়ে সজ্জিত সাপের মুখটিতে কালো স্বর্ণের দুটি চোখ রয়েছে।
গোলাপি কেসের পাশাপাশি বুলগারি একটি লাইন গ্রিন সংস্করণও উন্মুক্ত করেছে।
সবুজ ব্যাগের সঙ্গে রুপালি আংটা ও স্বর্ণের টোনযুক্ত চেইনে ছোট্ট এ ব্যাগ নজরকাড়া সৌন্দর্য সৃষ্টি করে।
বুলগারির এ সারপেন্টি ব্যাগ আপনার এয়ারপডের জন্য নিখুঁত এক বাড়ি হতে পারে।
যাদের খরুচে হাত রয়েছে এবং নিজের এয়ারপডকে সুরক্ষিত রাখতে চান, তাদের জন্য এটা আদর্শ হতে পারে।
গোলাপি রঙের ‘সারপেন্টি
ফরএভার এয়ার পড কেস’টি বর্তমানে বুলগারির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এটা যে বিলাসবহুল, সেটা নিশ্চিতভাবেই ধারণা করতে পারছেন।
এয়ারপড কেসটির দাম ধরা হয়েছে কর ছাড়া ৬৮০ ডলার।
সূত্র: লাক্সারি লন্ডন