বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ

আড়ালেই থাকলেন মাশরাফি

দেবাশীষ দেবু সিলেট

বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে মাশরাফি, অনেকদিন পর ফিরেছেন ওয়ানডে অধিনায়ক এটাই অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ গুঞ্জন আছে ওয়ানডে ক্যারিয়ারেও শেষ সিরিজ হতে পারে এটি নিয়ে ব্যাপক কৌতূহল থাকলেও মাশরাফি কিন্তু সিলেটে নিজেকে আড়ালেই রাখলেন!

তামিম ইকবালকে নিয়ে শুক্রবার সকালে সিলেট পৌঁছান মাশরাফি বিকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিকেটারকে আশা করা হলেও গণমাধ্যম কর্মীদের সামনে এলেন সাইফউদ্দিন মাশরাফির অবসরসংক্রান্ত আলোচনা গুঞ্জনই থেকে গেল

মাশরাফির মৌনতার দিনে আলোচনা হলো নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকা সাকিব আল হাসানকে নিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আলোচনায় তুলে আনলেন গতকাল সকালে অনুশীলন শেষে অতিথি দলের অধিনায়ক জানান, সাকিবের না থাকাটা নিজ দলের জন্য বাড়তি সুবিধা ১৬ মাস পর দলে ফিরেই অধিনায়কত্ব পাওয়া ক্রিকেটারের কথায়, সাকিব না থাকায় আমরা বাড়তি সুবিধা পাব বলেই আশা করছি এজন্য পুরো দলকে অবশ্য ভালো ক্রিকেট খেলতে হবে

বাংলাদেশের কাছে টেস্ট হারের ক্ষত এখনো শুকায়নি একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা রঙিন পোশাকে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করে চিবাবা বলেন, মাঠে যেকোনো কিছুই ঘটতে পারে যারা ভালো ক্রিকেট খেলবে, তাদেরই জয়ের সম্ভাবনা তৈরি হবে

বেলা দেড়টায় অনুশীলন শেষ করে হোটেলে ফেরে জিম্বাবুয়ে বাংলাদেশ দল অনুশীলনে আসে বেলা সাড়ে ৩টায় প্রায় ঘণ্টা নেটে ঘাম ঝরান মুশফিক-তামিমরা ব্যাট-বল ছেড়ে দলের সদস্যদের নিয়ে কিছুক্ষণ ফুটবল নিয়েও মেতে থাকতে দেখা যায় দলপতি মাশরাফিকে

অনুশীলন শেষে টেস্টের নৈপুণ্যটা ওয়ানডে সিরিজেও টেনে আনার প্রত্যয় ছিল সাইফউদ্দিনের কণ্ঠে, বাংলাদেশ দীর্ঘদিন ওয়ানডে খেলেনি জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের খেলা ঘরের মাঠে কন্ডিশনের সুবিধা আমরাই পাব শেষ টেস্টে আমরা ভালো ক্রিকেট খেলে জিতেছি আশা করছি ওয়ানডেতেও ভালো শুরু করব

তিন ম্যাচ সিরিজ শুরুর আগে পাওয়ার প্লে ডেথ ওভারে অধিক গুরুত্ব দিচ্ছে স্বাগতিকরা সম্পর্কে সাইফউদ্দিন বলেছেন, ওই সময় বোলাররা ভালো করলে ব্যাটসম্যানদের ওপর চাপ কমে রান কম দেয়ার দিকে আমাদের মনোযোগী হতে হবে সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে

বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ছিলেন সাইফউদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, একজন ক্রিকেটারের জন্য মাঠের বাইরে থাকা খুব কষ্টকর পাঁচ মাস ধরে ফেরার অপেক্ষায় ছিলাম আমার ওপর আস্থা রাখায় নির্বাচক টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ সুযোগ পেলে মাঠে তার প্রতিদান দিতে চাই

আগামীকাল সিলেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু সিরিজ শুরুর আগে আজ শেষ অনুশীলন পর্বে নামছে বাংলাদেশ অবসর বিষয়ে মাশরাফির নীরবতা এদিন আদৌ ভাঙবে তো! সিলেটবাসী তথা দেশের ক্রিকেটামোদীরা নিশ্চয়ই সে প্রতীক্ষায় থাকবেন

১০০ টাকায় দেখা যাবে খেলা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সর্বনিম্ন ১০০ টাকায় পাওয়া যাবে টিকিট ম্যাচের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট জেলা স্টেডিয়ামের বুথে বিক্রি হবে টিকিট ওয়েস্টার্ন গ্যালারি গ্রিন হিল এরিয়ার টিকিটের মূল্য ১০০ টাকা ইস্টার্ন গ্যালারির টিকিট ১৫০ টাকা ক্লাব হাউজ ৩০০ টাকা আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে খরচ পড়বে ১০০০ টাকা মার্চ দ্বিতীয় মার্চ সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন