বিজেএমসি ক্রীড়া বহরে কাটছাঁট

শঙ্কার মাঝে আলোর রেখা

ক্রীড়া প্রতিবেদক

১১ ক্রীড়া ডিসিপ্লিনে ২৬৭ ক্রীড়াবিদ ছিল বিজেএমসির বহরে যার বড় অংশ অস্থায়ী ভিত্তিতে বেতন-ভাতা নিয়ে খেলতেন সম্প্রতি সংস্থাটি নিয়ে নতুন চিন্তা-ভাবনার ফলে বেকার হওয়ার আশঙ্কায় ছিলেন অনেক ক্রীড়াবিদ বাংলাদেশ গেমসের কল্যাণে নতুন আলো দেখছেন বিজেএমসির ক্রীড়াবিদরা

বিজেএমসিতে সংস্কারের উদ্যোগ নেয়ার পর থেকে বাতাসে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বিজেএমসির ক্রীড়া দল বিলুপ্ত করা হচ্ছে, এমন গুঞ্জনও হাওয়ায় ভাসছে কিন্তু সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, সংস্কারের ফলে ক্রীড়া বহর থেকে অনেকে বাদ পড়বেন ঠিক আছে; কিন্তু ক্রীড়াঙ্গনে বিচরণ থাকছে খেলাধুলায় সুনাম অর্জন করা সংস্থার

থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমস আয়োজনে ডিসিপ্লিনে স্বল্প সংখ্যক ক্রীড়াবিদ নিয়ে অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন বিজেএমসি কর্মকর্তারা গেমসে নারী ফুটবল অন্তর্ভুক্ত হলে সেখানেও দল নামাবে বিজেএমসি সব মিলিয়ে শতাধিক ক্রীড়াবিদ নিয়ে আসরে অংশগ্রহণ করবে সংস্থাটি

বিজেএমসির পুরুষ ফুটবল দল ছিল চুক্তিভিত্তিক আগেই সিদ্ধান্ত হয়েছে পুরুষ ফুটবল দল গড়া হবে না তার বাইরে সম্প্রতি অন্যান্য ডিসিপ্লিন নিয়ে নতুন চিন্তা-ভাবনা শুরু হয় শেষ পর্যন্ত আমাদের নীতিনির্ধারকরা নৈপুণ্যের ভিত্তিতে ক্রীড়া বহরে অ্যাথলিট রাখার সিদ্ধান্ত নিয়েছেন’— গতকাল বণিক বার্তাকে বলছিলেন বিজেএমসি ক্রীড়া বিভাগের কর্মকর্তা আবদুল কুদ্দুস যোগ করেন, আমরা প্রাথমিকভাবে বসে ডিসিপ্লিনের ৮৮ অ্যাথলিট চূড়ান্ত করেছি নারী ফুটবল যুক্ত হলে বাংলাদেশ গেমসে শতাধিক ক্রীড়াবিদ নিয়ে অংশগ্রহণ করবে বিজেএমসি

প্রায় অর্ধযুগ বন্ধ থাকার পর সম্প্রতি শুরু হয়েছে নারী ফুটবল লিগ লিগে শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা কিংস হালের পরাশক্তিদের হয়ে খেলা বেশ কয়েকজন ফুটবলার এতদিন বিজেএমসির তাঁবুতে ছিলেন লিগের দলবদলে তাদের বিজেএমসি ছেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয় শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী বিভাগের কর্মকর্তাদের মধ্যস্থতায় সে জটিলতার অবসান ঘটে

জাতীয় দলে খেলা একঝাঁক ফুটবলার লিগের বিভিন্ন ক্লাবে পাড়ি জমান তার বাইরে কিছু ফুটবলার রয়েছে সংস্থাটির তাঁবুতে বিভিন্ন ক্লাবের হয়ে লিগে খেলা ফুটবলার তাঁবুতে থাকা ফুটবলারদের নিয়েই বাংলাদেশ গেমসে খেলার পরিকল্পনার কথা জানালেন আবদুল কুদ্দুস, তেমন কার্যক্রম না থাকার পরও বিজেএমসি ২০১৪ সাল থেকে নারী ফুটবলারদের বেতন-ভাতা বোনাস দিয়েছে ওই ফুটবলারদের অনেকে বিভিন্ন ক্লাবের হয়ে লিগে খেলছেন বাংলাদেশ গেমসে কোনো ক্লাব অংশগ্রহণ করবে না তাই বিভিন্ন ক্লাবের হয়ে লিগ খেলা বিজেএমসির ফুটবলারদের নিয়েই আমরা আসরটিতে অংশগ্রহণ করব

দেশের নারী কাবাডিতে বিজেএমসি ছিল পরাশক্তি সংস্থাটির ক্রীড়া বিভাগ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার পর কাবাডি দলের অধিকাংশ সদস্য দলছুট হন যার অধিকাংশ নাম লেখান বাংলাদেশ পুলিশে দলছুট তালিকার বাইরে বেশকিছু নারী কাবাডি খেলোয়াড় রয়েছে বিজেএমসির বহরে কর্মকর্তারা জানান, তাদের নিয়েই বাংলাদেশ গেমসে খেলবে সংস্থাটি

সাইক্লিংয়েও শক্তিশালী দল নিয়েই এতদিন স্থানীয় ক্রীড়াঙ্গনে বিচরণ ছিল বিজেএসির নারী ছেলেদের দুই বিভাগে সে শক্তি ধরে রাখার প্রত্যয় ছিল সংস্থাটির ক্রীড়া বিভাগের কর্মকর্তাদের কণ্ঠে, বয়স নৈপুণ্যের কারণে অনেক ডিসিপ্লিনে কাটছাঁট করতে হয়েছে তা করার পর সাইক্লিং দল শক্তিশালী থাকবে বলেই আমরা আশা করছি উল্লিখিত ক্রীড়া ডিসিপ্লিনের বাইরে অ্যাথলেটিকস, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ভারোত্তোলন, উশু জিমন্যাস্টিকসে অংশগ্রহণ করবে বিজেএমসি

২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ গেমসে ৩৬ স্বর্ণ, ৪৯ রুপা ২৯ ব্রোঞ্জপদক জয় করেন বিজেএমসির ক্রীড়াবিদরা চূড়ান্ত পদক তালিকায় বাংলাদেশ আনসার বাংলাদেশ সেনাবাহিনীর পরই ছিল সংস্থাটির অবস্থান কাটছাঁটের পর এবার বহর ছোট হয়ে আসছে তারপরও সাফল্যের বিষয়ে আশাবাদী বিজেএমসির কর্মকর্তারা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন