নির্বাচন ২০ এপ্রিল

ক্রীড়া প্রতিবেদক

 ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাহী কমিটির নির্বাচন একই দিন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে গতকাল স্থানীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে

সভা শেষে জানানো হয়, মাহে রমজানের কথা ভেবে ২০ এপ্রিল নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে ২০১৬ সালের ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয় সর্বশেষ নির্বাচন ওই নির্বাচন পরিচালনা করে সাবেক আমলা মেজবাহ উদ্দিনের নেতৃত্বাধীন কমিটি এবারের নির্বাচন পরিচালনার গুরুদায়িত্বে থাকছেন তিনি তার সহকর্মী হিসেবে থাকছেন পাসপোর্টের সাবেক পরিচালক মাহফুজুর রহমান সিদ্দিকী সাবেক অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু

নিরাপত্তা ঝুঁকির কারণে গত নির্বাচন রাজধানীর এক হোটেলে আয়োজিত হয় এবার তেমন ঝুঁকি দেখছেন না ফুটবল নিয়ন্তারা তাই বাফুফে ভবনেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের আগে এখনো দেড় মাসের মতো সময় হাতে আছে সময়ের মধ্যে বিভিন্ন জেলার কাউন্সিলর চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছেন বাফুফে কর্মকর্তারা

সভায় নির্বাচনী বিষয় ছাড়াও ছিল টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসকে তিন মাসের জন্য পদে নিয়োগ দেয়া হয় পল স্ম্যালি দায়িত্ব ছেড়ে যাওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ পদ শূন্য ছিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন