প্রোটিয়া নারীদের রেকর্ড সংগ্রহ

আইসিসি নারী টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ দলগত সংগ্রহের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা গতকাল ক্যানবেরায় থাইল্যান্ডের বিপক্ষে ১৯৫ রানের সৌধ গড়ে প্রোটিয়া নারীরা জিতেছে ১১৩ রানের বিশাল ব্যবধানে গতকাল আরেক ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড

বিশ্বকাপের নতুন দল থাইল্যান্ড বোলারদের কোনো পাত্তাই দেয়নি প্রোটিয়ারা ওপেনার লিজেল লি সবচেয়ে বড় ক্ষতিটা করেন থাইদের মাত্র ৬০ বলে ১৬টি চার তিন ছক্কায় ১০১ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি দলীয় ১৩ রানের মাথায় দলনায়ক ডেন ফন নিকার্ক আউট হয়ে গেলে সুনে লাসকে (৪১ বলে ৬১) দ্বিতীয় উইকেটে ১৩১ রান যোগ করেন লি


এরপর বল হাতে থাইল্যান্ডের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন সাবনিম ইসমাইল (/) লাস (/১৫) ১৯ দশমিক ওভারে থাইরা অলআউট হয় ৮২ রানে

বিশ্বকাপে এর আগে দলীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল ভারতের ২০১৮ সালের আসরে পাঁচ উইকেটে ১৯৪ রান তুলে রেকর্ড গড়েছিল ভারত এবার তাদের রেকর্ডটা কেড়ে নিল দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানকে ৪২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট ৬২ রান করে দলকে এনে দেন ১৫৮ রানের পুঁজি জবাব দিতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১১৬ রানে বি গ্রুপে দুই ম্যাচে টানা দুই জয়ে পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা, তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ইংল্যান্ড বলাবাহুল্য, প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় প্রোটিয়া নারীরা

এদিকে গ্রুপে আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত সালমা খাতুনের দলটি আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায় দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে ভারত শ্রীলংকা টানা তিন জয়ে হারমানপ্রিত কউরের ভারত এরই মধ্যে সেমিফাইনালে নাম লিখিয়েছে, আর তিন ম্যাচে দুই জয়ে শেষ চারের অপেক্ষায় রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকইনফো এএফপি

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন