৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বণিক বার্তা ডেস্ক

সারা দেশে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর, পাবনা নোয়াখালীতে গতকাল এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

পাবনা: জেলায় কাভার্ড ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গতকাল ভোরে দুজন নিহত হয়েছেন ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন নিহতরা হলেন আতাইকুলা থানার মধুপুর গ্রামের আব্দুল হামিদ (৪০) একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০) আহতরা হলেন শরীফ হোসেন (৩০), আব্দুল লতিফ (৪০) নাজির হোসেন (৩০)

পাবনা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় গতকাল ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনা ঘটে

পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক দুলাল মিয়া বলেন, একটি মিনি ট্রাকে করে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী পাবনার হাজিরহাটে যাচ্ছিলেন পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ মারা যান পরে আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন

আহতদের মধ্যে শরীফ লতিফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর পাবনা হাসপাতালে নাজিরের চিকিৎসা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা

যশোর: জেলার বাঘারপাড়া উপজেলায় গতকাল দুপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক গাছে ধাক্কা খেলে চালকসহ দুজনের মৃত্যু হয় নিহতরা হলেন গাইদঘাট গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী বড়ুয়া বেগম (৭৫) মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকার ট্রাকচালক আল আমিন (২৬)

বাঘারপাড়া থানার ওসি রিপন বালা জানান, গতকাল বেলা পৌনে ১টার দিকে উপজেলার গাইদঘাট গ্রামে যশোর-মাগুরা সড়কে দুর্ঘটনা ঘটে

ওসি রিপন প্রাথমিক তদন্তের তথ্যে জানান, মাগুরামুখী মাটি বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বড়ুয়া বেগমকে চাপা দেয় এরপর ট্রাকটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায় সময় পথচারী বৃদ্ধা ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হন

পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি রিপন বালা

নোয়াখালী: জেলার মাইজদী পৌরবাজার এলাকায় গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে রিকশার ধাক্কা লাগলে জসীম উদ্দীন শেখ নামে এক ব্যক্তি নিহত হন নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সরদার জানান, জসীম উদ্দীন শেখ সকালে মাইজদী পৌরবাজারে বাজার করতে যান সেখান থেকে রিকশায় বাসায় ফেরার পথে পেছন দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয় সময় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চরচাপ্তা এলাকায় গতকাল রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপায় ইদ্রিস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন নিহত ইদ্রিস মোল্লা ওই এলাকার মৃত ইমতাজ মোল্লার ছেলে

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট রেজাউল করিম জানান, গতকাল ভোর ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস ইদ্রিস মোল্লাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তিনি মারা যান

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে ইদ্রিসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল টোলপ্লাজাসংলগ্ন স্থানে ইউনুছ আলী (৫২) নামে এক পুলিশ সদস্য দায়িত্বরত অবস্থায় গতকাল সকালে ট্রাকচাপায় নিহত হন নিহত ইউনুছ আলী ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সদস্য তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বানিয়াপাড়া এলাকায়

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, ভাঙ্গা বিশ্বরোডের পূর্ব পাশে বগাইল টোলপ্লাজাসংলগ্ন এলাকায় সকালে টহল পুলিশের সঙ্গে দায়িত্বরত অবস্থায় ছিলেন তিনি সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে পুলিশ সদস্য ইউনুছ আলী ঘটনাস্থলেই নিহত হন সকালেই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে সময় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা ট্রাকটিকে তাড়া করে হেলপারসহ আটক করতে সক্ষম হয় ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন