মাহাথিরের প্রস্তাব প্রত্যাখ্যানে মালয়েশিয়ায় বাড়ছে অনিশ্চয়তা

বণিক বার্তা ডেস্ক

মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তফা শুক্রবার এক ঘোষণায় তিনি জানিয়েছেন, আইনপ্রণেতাদের মধ্যে কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি এতে পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে আগামী সোমবার পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে না এদিকে মাহাথিরের নিজের দল বারসাতু চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ফলে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে খবর রয়টার্স ব্লুমবার্গ

২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এতে পুরনো প্রতিপক্ষ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট ভেঙে যায় তখন পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন দেশটির রাজা বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারো প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি

মাহাথিরের ওই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তার মিত্র থেকে শত্রু এবং শত্রু থেকে মিত্র বনে যাওয়া আনোয়ার ইব্রাহিম তিনি বলেন, রাজার সিদ্ধান্ত অমান্য করে পার্লামেন্টে ভোটাভুটি করা ঠিক হবে না এর আগে জোটটির তরফে ইব্রাহিমকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়

নতুন সংকটের ফলে মাহাথির আনোয়ারের মধ্যে ক্ষমতার লড়াই সামনে চলে এল দুই দশক ধরে দেশটির রাজনীতিতে তাদের ক্ষমতার লড়াই ছিল সবচেয়ে আলোচিত বিষয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন