ভারতের অর্থনৈতিক আরোগ্য প্রচেষ্টায় নতুন ঝুঁকি করোনাভাইরাস

বণিক বার্তা ডেস্ক

ভারতের অর্থনীতিতে যখনই কিছুটা আরোগ্যের নিশানা পাওয়া যাচ্ছিল, তখনই নতুন এক বৈশ্বিক ঝুঁকি এসে হানা দিয়েছে শুক্রবার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধি হয়েছে দশমিক শতাংশ গত সাত প্রান্তিকের মধ্যে এই প্রথম প্রবৃদ্ধিতে কিছুটা চাঙ্গা ভাব দেখা দিলেও দুই মাস ধরে চলা করোনাভাইরাসের প্রভাবে চলতি প্রান্তিকে ফের সংকটে পড়ার আশঙ্কায় রয়েছে ভারতের অর্থনীতি খবর ব্লুমবার্গ

ব্লুমবার্গের অর্থনীতিবিদদের যে জরিপে দশমিক শতাংশ প্রবৃদ্ধির উপাত্ত উঠে এসেছে তা প্রাক্কলন করা হয়েছে করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে যখন চীনের কোনো কারখানা বন্ধ হয়নি এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় কোনো বাধা ছিল না

তৃতীয় প্রান্তিকের দশমিক শতাংশ প্রবৃদ্ধি থেকে সর্বশেষ প্রান্তিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কৃষি খাতে চাঙ্গা ভাব, সেবা খাতে উন্নতি এবং সরকারি ব্যয় বৃদ্ধি ভূমিকা পালন করেছে তবে অর্থনৈতিক আরোগ্য লাভের বিষয়টি এখনো অসম বিভিন্ন সূচকে দেখা যাচ্ছে জিডিপির ৬০ শতাংশের প্রতিনিধিত্বকারী ভোক্তা খাত এখনো বেশ দুর্বল এতে চলতি অর্থবছরে সরকার তার প্রবৃদ্ধি পূর্বাভাস শতাংশই রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা এমনটা হলে মার্চে শেষ হওয়া অর্থবছরটি ১১ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধি পর্যবেক্ষণ করতে যাচ্ছে

সংকটে জর্জরিত ভারতের অর্থনীতির জন্য নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে করোনাভাইরাস বিশ্বব্যাংক বলছে, চলতি বছরের প্রথমার্ধে দশমিক শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না করোনাভাইরাসের কারণে গাড়ি শিল্পের যন্ত্রাংশ থেকে শুরু করে ওষুধ শিল্পের উৎপাদন সবই বাধাগ্রস্ত হয়েছে

ভারত তাদের তেল সোনাবহির্ভূত মোট আমদানির এক-পঞ্চমাংশই করে থাকে চীন থেকে চীনের বাজারে উৎপাদন সংকোচনের প্রভাবে ভারতের ম্যানুফ্যাকচারিং খাতে শ্লথগতি সৃষ্টি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা

সিঙ্গাপুরভিত্তিক ডিবিএস গ্রুপ হোল্ডিংসের অর্থনীতিবিদ রাধিকা রাও বলেন, এপ্রিল-জুন প্রান্তিকেও যদি করোনাভাইরাসের প্রভাব থেকে যায়, তাহলে উৎপাদনে বিলম্বের পাশাপাশি অস্থায়ীভাবে পণ্যদ্রব্যের দাম বাড়বে

ভাইরাসের প্রাদুর্ভাবের আগে থেকেই বিভিন্ন সংকটে ধুঁকছিল ভারতের অর্থনীতি ছায়া ব্যাংকিং সংকটের কারণে ঋণ প্রবৃদ্ধি পঙ্গু হয়ে পড়ায় ব্যবসার মনোভাবে প্রভাব পড়ে এতে সে সময়ের বিভিন্ন জরিপে উঠে এসেছে কীভাবে ভোক্তা ব্যয় সংকুচিত হয়েছে উপাত্তে দেখা গেছে, চতুর্থ প্রান্তিকের তিন মাসের মধ্যে দুই মাসেই কারখানা উৎপাদন সংকুচিত হয়েছে

দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সংকটের সঙ্গে নতুন করে করোনাভাইরাসের ঝুঁকি যুক্ত হওয়ায় সুদহার কর্তনের বিষয়টি উন্মুক্ত রাখছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গত বছর আরবিআই ১৩৫ বেসিস পয়েন্ট সুদহার কমিয়েছে

ফেব্রুয়ারিতে সর্বশেষ পলিসি মিটিংয়ে আরবিআই বলেছে, করোনাভাইরাসের কারণে পর্যটক আগমন এবং বৈশ্বিক বাণিজ্যে মারাত্মক প্রভাব রাখবে অভ্যন্তরীণ অর্থনীতিতে ভাইরাসের সম্ভাব্য প্রভাব ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

ফেব্রুয়ারি বাজেট পেশের সময় ব্যক্তিগত আয়করে কিছুটা পরিবর্তন আনা ছাড়া ভোক্তা চাহিদা বৃদ্ধিতে তেমন বড় কিছু ঘোষণা আসেনি ভারতের অর্থমন্ত্রীর কাছ থেকে এগুলোর সঙ্গে গত বছর ঘোষিত করপোরেট শুল্ক হ্রাসের সিদ্ধান্তও ভারতের অর্থনীতি চাঙ্গায় যথেষ্ট হিসেবে আবির্ভূত হয়নি

বার্কলেসের এক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রাহুল বাজোরিয়া বলেন, অর্থনৈতিক আরোগ্য লাভের বিষয়টি চলমান থাকলেও ক্রমেই মূল্যস্ফীতিতে সুদহার কর্তনের সিদ্ধান্ত নিতে হবে ভারতের নীতিনির্ধারকদের

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন