ইউএই প্রবাসী প্রায় অর্ধেক কর্মীর আর্থিক পরিকল্পনা নেই

বণিক বার্তা ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী কর্মচারীদের ৪৫ শতাংশের কোনো আর্থিক পরিকল্পনা নেই অবসরের পর মানসম্পন্ন জীবনযাপন অব্যাহত আয় নিশ্চিতকল্পে তাদের কোনো আর্থিক পরিকল্পনা থাকে না বলে মার্সারের এক গবেষণায় উঠে এসেছে খবর: গালফ নিউজ

বৈশ্বিক পরামর্শক সংস্থা মার্সারের ২০২০ ইউএই নিরাপত্তা সঞ্চয় শীর্ষক জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে আর্থিক অসচেতনতার অভাব রয়েছে অংশগ্রহণকারীদের ৬১ শতাংশের ইউএই প্রবাসী কর্মচারীর কোনো দীর্ঘমেয়াদি সঞ্চয় নেই ৪১ শতাংশ আর্থিক সঙ্গতির জন্য চাকরি শেষে প্রাপ্ত সুবিধার ওপর নির্ভর করছেন মার্সার সংযুক্ত আরব আমিরাতের রিটায়ারমেন্ট বিজনেস লিডার তারেক যউইতেন বলেন, আরব আমিরাতের প্রবাসী কর্মচারীদের অবসরকালীন আর্থিক সঙ্গতির জন্য প্রস্তুতি নেই কর্মচারীদের বুঝতে হবে, চাকরি শেষে প্রাপ্ত আর্থিক সুবিধার তুলনায় অবসরকালীন মানসম্পন্ন জীবনযাপনে ব্যয় অনেক বেশি

বর্তমানে প্রচলিত পদ্ধতির আওতায় কোনো কর্মচারী ২৫ বছর কাজ করলে অবসরে যাওয়ার সময় মাত্র দুই বছরের মূল বেতন পেয়ে থাকেন কিন্তু অবসরের পর সুন্দর জীবনযাপনের জন্য এর থেকে ১২ গুণ বেশি অর্থ প্রয়োজন

আরব আমিরাতের ৫০ জন জ্যেষ্ঠ নীতিনির্ধারক ৫০০ জন শ্রমিকের মধ্যে গবেষণাটি পরিচালিত হয় মূলত আর্থিক বিষয় অর্থের প্রয়োজনীয়তা নিয়ে ইউএইর প্রবাসী কর্মচারীদের সচেতনতার মাত্রার ধারণা পেতেই গবেষণা পরিচালনা করা হয় উল্লেখ্য, বর্তমানে মাত্র ২৪ শতাংশ কর্মচারী তাদের অবসরকালীন সুবিধা সম্পর্কে নিয়োগকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা পেয়ে থাকেন এছাড়া প্রতি পাঁচজনের চারজনই অবসরকালীন আর্থিক বিষয় নিয়ে অসচেতন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন