ফের কমতির দিকে তামার দাম

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের সংক্রমণের জের ধরে আন্তর্জাতিক বাজারে তামার দরপতন দেখা দিয়েছিল তবে ফেব্রুয়ারির শুরু থেকে ব্যবহারিক ধাতুটির দাম আগের তুলনায় কিছুটা বেড়েছিল বর্তমানে নভেল করোনাভাইরাসের প্রকোপ আরো বেড়ে যাওয়ায় তামার বাজারে নতুন করে দরপতন দেখা দিয়েছে খবর মেটাল বুলেটিন

লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) প্রাইস ইনডেক্স অনুযায়ী, ২৭ জানুয়ারি ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ৫৭৮ ডলারে বিক্রি হয়েছিল ৩১ জানুয়ারি নাগাদ ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি হাজার ৫৬৯ ডলারে নেমে আসে গত এক মাসে এটাই তামার সবচেয়ে কম দাম

এর পর থেকে বাড়তে শুরু করে তামার দাম ১৭ ফেব্রুয়ারি ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম হাজার ৮০০ ডলারে ওঠে গত এক মাসের মধ্যে এটাই এলএমইতে তামার সর্বোচ্চ দাম এরপর কমতে শুরু করে ব্যবহারিক ধাতুটির দাম কমতে কমতে ২৭ ফেব্রুয়ারি ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম হাজার ৬১৭ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে

চীনের সীমানা ছাড়িয়ে প্রায় অর্ধশতাধিক দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ব্যবহারিক ধাতুর বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে পরিস্থিতি এলএমইতে তামার দরপতনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে বিশ্বব্যাপী ভাইরাস পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোয় তামার দরপতন দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন