এক সপ্তাহে ৪৫ হাজার টন চাল রফতানি মিয়ানমারের

বণিক বার্তা ডেস্ক

মিয়ানমার থেকে আন্তর্জাতিক বাজারে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ৪৫ হাজার টন চাল রফতানি হয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে খবর ইলেভেন মিয়ানমার

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে মিয়ানমারের চাল রফতানি বাড়তির দিকে রয়েছে মাসের প্রথম সপ্তাহে দেশটির রফতানিকারকরা সব মিলিয়ে ৪৮ হাজার টন চাল রফতানি করেছিলেন দ্বিতীয় সপ্তাহ শেষে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে আরো ৪৫ হাজার টন চাল রফতানি হয়েছে সে হিসাবে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহে সব মিলিয়ে ৯৩ হাজার টন চাল রফতানি করেছে মিয়ানমার

মিয়ানমার বিশ্বের সপ্তম শীর্ষ চাল উৎপাদক রফতানিকারক দেশ মিয়ানমার রাইস ফেডারেশনের (এমআরএফ) তথ্য অনুযায়ী, প্রতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে ২০ লাখ টনের বেশি চাল রফতানি হয় মিয়ানমারের রফতানিকারকরা এশিয়া, আফ্রিকা, ইউরোপসহ বিভিন্ন মহাদেশের ৫৩টির বেশি দেশে চাল রফতানি করেন

এদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর মিয়ানমার থেকে আন্তর্জাতিক বাজারে চাল রফতানিতে প্রবৃদ্ধি বজায় ছিল সময় মিয়ানমারের রফতানিকারকরা সব মিলিয়ে ২৫ লাখ টন চাল রফতানি করেছেন, যা আগের বছরের তুলনায় দশমিক ১৭ শতাংশ বেশি

ইউএসডিএ জানিয়েছে, ২০১৮ সালে মিয়ানমার থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২৪ লাখ টন চাল রফতানি হয়েছিল সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি বেড়েছে এক লাখ টন এর আগে ২০১৬ সালে মিয়ানমারের ইতিহাসে সবচেয়ে বেশি চাল রফতানি হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি ওই বছর দেশটির রফতানিকারকরা সব মিলিয়ে ৩৩ লাখ ৫০ হাজার টন চাল রফতানি করেছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন