এনভয় টেক্সটাইলস

দুই উদ্যোক্তা প্রতিষ্ঠানের সব শেয়ার হস্তান্তর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

পূর্বঘোষণা অনুযায়ী ডর্নিক অ্যাপারেলস লিমিটেড সুপ্রিম অ্যাপারেলস লিমিটেডের হাতে থাকা এনভয় টেক্সটাইলস লিমিটেডের সব শেয়ার ( কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৩০০টি) কোম্পানিটির দুই পরিচালক কুতুবুদ্দীন আহমেদ আবদুস সালাম মুর্শেদীর কাছে হস্তান্তর সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

ডর্নিক অ্যাপারেলস সুপ্রিম অ্যাপারেলস উভয়েই এনভয় টেক্সটাইলসের উদ্যোক্তা প্রতিষ্ঠান। উল্লিখিত মোট কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৩০০টি শেয়ারের মধ্যে কোটি ২৯ লাখ ২৪ হাজার ৬০৬টি ডর্নিক অ্যাপারেলস ৩৩ লাখ ৫৪ হাজার ৬৯৪টি সুপ্রিম অ্যাপারেলসের কছে রয়েছে। শেয়ার হস্তান্তর প্রক্রিয়ায় কুতুবুদ্দীন আহমেদ আবদুস সালাম মুর্শেদী উভয়েই কোম্পানিটির ৮১ লাখ ৩৯ হাজার ৬৫০টি করে শেয়ার পেয়েছেন। এতে এনভয় টেক্সটাইলসে তাদের ধারণকৃত শেয়ারের সংখ্যা দাঁড়াল যথাক্রমে কোটি ১৮ লাখ ১৩ হাজার ৬৬৩ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৯১। কুতুবুদ্দীন আহমেদ বর্তমানে কোম্পানিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি ইপক গার্মেন্টস লিমিটেডের সঙ্গে ডর্নিক অ্যাপারেলস সুপ্রিম অ্যাপারেলসের অ্যামালগামেশন সম্পন্ন হয়েছে। ফলে ডর্নিক সুপ্রিম অ্যাপারেলসের কাছে থাকা এনভয় টেক্সটাইলসের সব শেয়ার ইপক গার্মেন্টস পাবে। এদিকে কুতুবুদ্দীন আহমেদ আবদুস সালাম মুর্শেদী ইপক গার্মেন্টসের পরিচালক হওয়ায় এনভয় টেক্সটাইলসের উল্লিখিত কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৩০০টি শেয়ার তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রফতানিমুখী পরিবেশবান্ধব ডেনিম কোম্পানি এনভয় টেক্সটাইলস ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬৩ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৪৫ দশমিক ৫৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ৯৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ১২ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন