সম্পদ বিক্রি ও একীভূতকরণের পথ খুঁজছে নকিয়া

বণিক বার্তা ডেস্ক

ফিনল্যান্ডভিত্তিক টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা নকিয়া সম্পদ বিক্রি একীভূতকরণের পথ খুঁজছে। নিয়ে পরামর্শদাতাদের সঙ্গে একত্রে কাজ করছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। খবর টেলিকমলিড।

প্রতিবেদন অনুযায়ী, সুইডেনভিত্তিক টেলিকম সরঞ্জাম নির্মাতা এরিকসন চীনভিত্তিক হুয়াওয়ের কারণে ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জাম বাজারে তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করতে হচ্ছে নকিয়াকে। বৈশ্বিক বাজারে আধিপত্য ধরে রাখতে কার্যক্রম জোরদার করেছে প্রতিষ্ঠানগুলো। পরিস্থিতিতে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ চাপে রয়েছে নকিয়া। বৈশ্বিক টেলিকম সরঞ্জাম বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে সম্ভাব্য সম্পদ বিক্রি একীভূতকরণের উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি।

ফাইভজি প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের বিরোধ ক্রমে জোরালো হচ্ছে। উভয় দেশই পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে চায়। প্রযুক্তি বৈশ্বিক ওয়্যারলেস যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

গত ফেব্রুয়ারির শুরুতে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার জানিয়েছিলেন, ফাইভজি প্রযুক্তিতে হুয়াওয়ের আধিপত্য মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর প্রতিষ্ঠান যেমন নকিয়া এরিকসনে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন