রিয়াল-জুভেন্টাসের হার

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে হেরে গেছে রিয়াল মাদ্রিদ জুভেন্টাস। আলাদা আলাদা ম্যাচে দুই ফেভারিট দলই হেরেছে। নিজেদের মাঠে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে রিয়াল হেরেছে - গোলের ব্যবধানে। অন্যদিকে ঘরের জুভেন্টাসকে - ব্যবধানে হারিয়েছে অলিম্পিক লিওঁ।

সান্তিয়াগো বার্নাব্যুতে ঘরের মাঠে আক্রমণ বল দখলে সিটির চেয়ে পিছিয়ে ছিল রিয়ালই। অবশ্য এগিয়ে থেকেও সিটি খুব সুবিধা করতে পারেনি। প্রথমার্ধে তাই কোন দলই গোলের দেখা পায়নি। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়লস ব্লাঙ্কোসরা। ৬০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন ইস্কো। এক পর্যায়ে মনে হচ্ছিল জয় নিয়েই হয়তো মাঠ ছাড়বে রিয়াল। তবে ৭৮ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রসে হেড দিয়ে সিটিকে সমতায় ফেরান গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ৮২ মিনিটে ডি বক্সের ভেতর রহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। স্পট কিকে লক্ষভেদ করতে ভুল করেননি ডি ব্রুইনে। এরপর জেসুসকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক রামোস।

আরেক ম্যাচে লিওঁর বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। তবে দারুণ নৈপুণ্য দেখানো লিওঁ চমকে দেয় জুভেন্টাসকে। ৩১ মিনিটে লুকাস টুসাটের্র গোলটিই ভাগ্য গড়ে দেয় ম্যাচের। শেষ পর্যন্ত তাই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জুভদের। এএফপি

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন