নভেল করোনাভাইরাস

ওমরা ভিসা সাময়িক স্থগিত করলো সৌদি আরব

চীন থেকে বিশ্বের ৪৯টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যেও। এরই মধ্যে মধ্যে ভাইরাসটির সংক্রমণে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ইরানে মারা গেছেন ১৯ জন। এছাড়াও দ্রুতই বিভিন্ন দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে মুসলমানদের তীর্থযাত্রা ওমরার জন্য সাময়িকভাবে সৌদি আরবে প্রবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আজ বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরা করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়াও আক্রান্ত দেশগুলোতে সম্প্রতি ভ্রমণ করা বিদেশী নাগরিকদের সৌদি আরবের ভ্রমণ ভিসা থাকলেও প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানানো হয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে সৌদি সরকার। সরকারের স্বাস্থ্য বিভাগ মনিটরিংয়ের জন্য আলাদা সেল গঠন করেছে। তাদের পরামর্শেই ওমরাহযাত্রীদের প্রবেশ অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো।

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে বসবাসরত সৌদি নাগরিকরা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই এসব দেশে যাওয়া-আসা করার সুযোগ পান। তবে আপাতত সেই সুযোগও স্থগিত করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৯টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৭ জন।

এদিকে চীনের মূলভূখন্ডে মৃতরে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৪ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ৭৮ হাজার ৪৯৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজারেরও বেশি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন