নোয়াখালীতে স্কুলছাত্র হত্যায় ৩ জনের যাবজ্জীবন

বণিক বার্তা প্রতিনিধি নোয়াখালী

নোয়াখালীতে স্কুলছাত্র আবু সাকের শাহীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে একই সঙ্গে তাদের দুজনকে লাখ একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় এক আসামিকে খালাস দেয়া হয়েছে গতকাল বিকালে জেলা দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ রায় দেন

দণ্ডিতরা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের মো. আবদুল মোতালেব, মোহছেন আলী ফারুক মইজদীপুর গ্রামের মো. আবদুল কুদ্দুস মাখন এদের মধ্যে আবদুল মোতালেব, মোহছেন আলী ফারুক পলাতক তাদের দুজনকে লাখ মো. আবদুল কুদ্দুস মাখনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে আর খালাস দেয়া হয়েছে সেলিনা আক্তার মুক্তাকে

আদালত সূত্রে জানা গেছে, সেলিনা আক্তারের স্বামী আবদুল মোতালেব কুয়েত প্রবাসী ছিলেন তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াত কাবিলপুর হাজি মোকছুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আবু সাকের শাহীন দেশে এসে ২০১৮ সালের ফেব্রুয়ারি রাতে আবদুল মোতালেব তার ভাতিজা আবদুল কুদ্দুসকে দিয়ে শাহীনকে বাড়িতে ডেকে নিয়ে যান পরদিন আবদুল মোতালেবের বাড়ির ২০০ গজ দূরে একটি ধানক্ষেতে শাহীনের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায় ঘটনায় পরে নিহত শাহীনের বাবা মোর্শেদ আলম বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেন তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল বলেন, মামলায় ১৭ জনের সাক্ষ্য নেয়া হয় শুনানি শেষে গতকাল মামলার রায় দেয়া হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন