রাঙ্গামাটিতে আবদুল্লাহ আবু সায়ীদ

পার্বত্য এলাকার মানুষের শিক্ষায় পিছিয়ে থাকার সুযোগ নেই

বণিক বার্তা প্রতিনিধি রাঙ্গামাটি

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে যেভাবে আর্থিক সহযোগিতা করছে, তাতে অঞ্চলের মানুষের শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই

গতকাল সকালে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাইনী মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সদস্য (পরিকল্পনা) . প্রকাশ কান্তি চৌধুরী

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পরিবার পরিকল্পনার জন্য অফিসের চেয়ে বেশি প্রয়োজন শিক্ষার শিক্ষা খাতে ব্যয় করলে পরিবার পরিকল্পনা এমনিতেই হবে যে পরিবারে শিক্ষা আছে, সে পরিবারে এমনিতেই সন্তানের সংখ্যা কম আমার দুই সন্তান আমাকে কেউ কিন্তু পরিবার পরিকল্পনার জন্য ধরনের অফিস থেকে বলতে আসেনি

বোর্ড কর্তৃপক্ষ জানায়, এবার অনলাইনে প্রাপ্ত প্রায় নয় হাজার আবেদনের বিপরীতে তিন পার্বত্য জেলার হাজার ২০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে, যার অর্থমূল্য কোটি টাকা প্রতিটি জেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে এর মধ্যে গতকাল রাঙ্গামাটিতে কলেজ পর্যায়ের ৩১৪ জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪১৫ জনসহ মোট ৭২৯ জন নির্বাচিত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন