র‍্যাংকিংয়ে পুরস্কার মুশফিক-মুমিনুলের

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে ইনিংস ১০৬ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ টেস্টে বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম, অধিনায়ক মুমিনুল হক, স্পিনার নাঈম হাসান পেসার আবু জায়েদ রাহী এরা সবাই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আইসিসি র‍্যাংকিংয়ে

২০৩ রানের হার না মানা ইনিংস খেলা মুশফিকুর রহিম পাঁচ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ২০ নম্বরে ১৩২ রানের ইনিংস খেলে মুশফিকের মতোই পাঁচ ধাপ উন্নতি করে মুমিনুল উঠেছেন ৩৯- ম্যাচে উইকেট শিকার করা নাঈম ২৯ ধাপ উঠে এসে অবস্থান করছে ৩৮ নম্বরে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে চার উইকেট শিকার করা রাহী ১১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪৬ নম্বরে

শন উইলিয়ামসের জায়গায় টেস্টে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেয়া ক্রেগ আরভিন দুই ইনিংসে করেছেন যথাক্রমে ১০৭ ৪৩ রানের ইনিংস অনবদ্য ব্যাটিংয়ের ফল হিসেবে র‍্যাংকিংয়ে ১৫ ধাপ উন্নতি করে তিনি উঠেছেন ৪০ নম্বরে

এদিকে ভারতীয় দলনায়ক বিরাট কোহলিকে সরিয়ে টেস্ট র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠেছেন অসি তারকা স্টিভ স্মিথ ব্যাটিং ক্যাটাগরিতে তার পরেই আছেন কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার মার্নুস লাবুশেন পাকিস্তানের বাবর আজম

বোলিংয়ের শীর্ষ পাঁচে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকা কাগিসো রাবাদা অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ক্রিকইনফো  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন