ইরান পারমাণবিক চুক্তি বাঁচাতে বৈঠকে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি

বণিক বার্তা ডেস্ক

ইরানের পারমাণবিক কার্যক্রম হ্রাসে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তিটি বাঁচাতে প্রচেষ্টা ত্বরান্বিত করেছে পশ্চিমা ইউরোপীয় পরাশক্তিগুলো ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইরান পারমাণবিক চুক্তিটি থেকে সরে আসার দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পর ইউরোপীয় পরাশক্তিগুলোই চুক্তিটি বাঁচিয়ে রেখেছে খবর এএফপি

গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চুক্তির ইউরোপীয় অংশীদার ব্রিটেন, ফ্রান্স জার্মানির সরকারি কর্মকর্তারা বৈঠক শুরু করেছেন তেহরানের চুক্তির শর্ত উপেক্ষার অভিযোগে সৃষ্ট বিরোধের পর প্রথম বৈঠকে বসছে দেশগুলো ইরানকে চুক্তির শর্তে ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে বৈঠকে বসেছেন তারা চুক্তির বাকি দুই অংশীদার চীন রাশিয়াও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তত্ত্বাবধানে আয়োজিত আলোচনায় অংশ নিয়েছে এক টুইটার বার্তায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, খুব বেশি দেরি হওয়ার আগেই বাড়াবাড়ি বন্ধের এখনো সুযোগ রয়েছে

চলতি বছরের শুরুতে তেহরান আর চুক্তি অনুযায়ী পারমাণবিক সমৃদ্ধকরণের সীমা অনুসরণ করবে না বলে জানায়, যা ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে আসার পর পঞ্চম দফায় চুক্তির শর্ত ভঙ্গ এবং ঘটনার ফলে ১৪ জানুয়ারি একটি বিরোধ প্রক্রিয়া শুরু করে জার্মানি, ব্রিটেন ফ্রান্স

এদিকে বিরোধ নিরসনের কত দিন লাগবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন এক কূটনীতিক দেশগুলো এখনো ফলাফল থেকে বহু দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন