মাহাথির-আনোয়ার ক্ষমতার দ্বন্দ্বে টালমাটাল মালয়েশিয়া

বণিক বার্তা ডেস্ক

আকস্মিক পদত্যাগের পর ফের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদের নিয়োগ এবং একটি জোট সরকার গঠনের চেষ্টায় গভীর সংকটে পড়েছে মালয়েশিয়া মিত্র থেকে শত্রু এবং শত্রু থেকে মিত্র হওয়া আনোয়ার ইব্রাহিমও বলছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার পেছনে এমপিদের পর্যাপ্ত সমর্থন রয়েছে আনোয়ার ইব্রাহিমকে বাদ দিয়ে গত সপ্তাহান্তে একটি নতুন সরকার গঠনের চেষ্টা ভেস্তে যাওয়ায় ২০১৮ সালের নির্বাচনকে ঘিরে গঠিত নতুন জোটটি ভেঙে যায় খবর এএফপি

মাহাথিরের পর আনোয়ারের প্রধানমন্ত্রী হওয়ার কথা থাকলেও গত সপ্তাহান্তের পরিকল্পনা সফল হলে সরকার থেকে বাদ পড়তেন তিনি ১৯৯০-এর দশক থেকেই মালয়েশিয়ার রাজনীতিতে দুই রাজনীতিবিদের সম্পর্ক আলোচনায় জায়গা করে রেখেছে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে একসময় দেখা হলেও নব্বই দশকের শেষের দিকে চাঞ্চল্যকর সমকামিতা দুর্নীতির অভিযোগে আনোয়ারকে জেলে পোরে মাহাথির সরকার

নাজিব রাজাকের নেতৃত্বাধীন দুর্নীতিগ্রস্ত জোট সরকারকে হটাতে ২০১৮ সালে ঐতিহাসিক জোট গঠন করেন মাহাথির আনোয়ার ক্ষমতায় বসলে আনোয়ারের কাছে মাহাথির ক্ষমতা হস্তান্তর করবেন কিনা নিয়ে শুরু থেকেই অনেকে সন্দেহ পোষণ করেন

সোমবার পদত্যাগের ঘোষণার পর মাহাথিরকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দেন মালয়েশিয়ার রাজা আনোয়ারের কাছে ৯৪ বছর বয়সী মাহাথির দায়িত্ব হস্তান্তর করবেন এমন আশাবাদ চাড়া দিয়ে ওঠার মধ্যেই দৃশ্যকল্প ফের পাল্টে যায় জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন বক্তৃতায় মাহাথির জানান, তিনি একটি জোট সরকার গঠন করে ফের প্রধানমন্ত্রী হতে চান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন