কারাগারে ভাইরাস সংক্রমণে আইন শৃঙ্খলা বাহিনী দায়ী —চীনা মন্ত্রী

বণিক বার্তা ডেস্ক

কারাগারে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য দেশটির আইন-শৃঙ্খলা  রক্ষাকারী াহিনীকে দুষলেন চীনের বিচার মন্ত্রণালয়ের এক শীর্ষ নেতা চীনের কারাগারে ভাইরাসে ৫৫৫টি সংক্রমণের ঘটনা পাওয়া গেছে খবর রয়টার্স

তবে কারাগারে সংক্রমণে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি কারাগারে রোগের সংক্রমণ সত্যিকার অর্থে সংক্রমণ প্রতিরোধে দেশটির ব্যর্থতাকে প্রমাণ করে বলে জানিয়েছেন দেশটির উপবিচারমন্ত্রী শিয়ং জুয়ানগু একই সঙ্গে ঘটনা কারাগার পরিচালনা ভাইরাস প্রতিরোধেও দেশটির ব্যর্থতার প্রতিফলন বলে তিনি মন্তব্য করেছেন ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল  উহানে কেন্দ্রীয় নারী কারাগার অবস্থিত, যেটি পাশের একটি হাসপাতাল থেকে ১০০ মিটার দূরে 

চীনের রাষ্ট্রীয় পরিষদের মন্ত্রিসভার তথ্য দপ্তরের সংবাদ সম্মেলনে জুয়ানগু জানিয়েছেন, ভাইরাস সংক্রমণের চারটি ঘটনা ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শান্দং ঝেইঝাং থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল হুবেই প্রদেশের রাজধানী উহানের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথা তারা কর্তৃপক্ষকে জানায়নি শিয়ং জুয়ানগু আরো বলেন, প্রতিটি স্তরের পুলিশ কর্মকর্তারা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সঠিক প্রতিবেদন দেননি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন