ভাষাসৈনিকের পাশে দাঁড়াল ঢাবি চলচ্চিত্র সংসদ

ফিচার প্রতিবেদক

থেকে ১৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয়আমার ভাষার চলচ্চিত্র ১৪২৬শীর্ষক একটি চলচ্চিত্র উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত উৎসবে প্রদর্শিত হয় দুই বাংলার সমসাময়িক ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পাঁচ দিনব্যাপী উৎসবের প্রদর্শিত চলচ্চিত্রগুলো ৩০ টাকার টিকিটে দর্শকরা দেখার সুযোগ পায়। টিকিট বিক্রির প্রাপ্ত অর্থই মহৎ একটি কাজে ব্যয়ের উদ্যোগ বাস্তবায়ন করেছে উৎসবটির সঙ্গে যুক্তরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে বিক্রি হওয়া টিকিটের টাকার একটি বড় অংশ ভাষাসৈনিক খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহর চিকিৎসার জন্য প্রদান করা হয়েছে। 

গত শনিবার মুক্তাগাছা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বৃহত্তর ময়মনসিংহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক গণপরিষদ সদস্য ভাষাসৈনিক খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহর পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ফেরদৌস খান নির্ঝর। ভাষাসৈনিক খন্দকার আব্দুল মালেককে ভাষা আন্দোলনে অংশ নেয়ার জন্য নবম শ্রেণীতে থাকাকালে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। জীবনের শেষ ইচ্ছা হিসেবে ছাত্রত্বও ফেরত পেতে চান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন