ইনিংস জয়ের সুযোগ বাংলাদেশের

মুশফিকের তৃতীয় ডাবল

ক্রীড়া প্রতিবেদক

অ্যাইন্সলে এনদলোভুর শর্ট বলটি পয়েন্টের ওপর দিয়ে সীমানা পার করে মুশফিকুর রহিম যেন আকাশে উড়তে চাইলেন কেনই বা চাইবেন না! নিজের টেস্ট ক্যারিয়ারের দুর্দান্ত একটি দিন যে পার করলেন তিনি আগের দিন ৩২ রানে অপরাজিত মুশফিক গতকাল তুলে নিলেন নিজের তৃতীয় দ্বিশতক যেখানে অন্য কোনো বাংলাদেশী ক্রিকেটারের দুটি ডাবল নেই, সেখানে মুশফিকের একারই এখন তিনটি এমনকি বাকিরা মিলেও মুশফিকের সমান নন সাকিব আল হাসান তামিম ইকবালের আছে একটি করে দ্বিশতক আর দুঃসময়ে মুশফিকের এই ইনিংসটি যেন প্রশান্তির বৃষ্টি পাশাপাশি দুঃসময় কাটিয়ে দারুণ একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি পূর্ণ করে নতুন মাইলফলকও গড়েছেন তিনি সর্বোচ্চ সেঞ্চুরিতে ছুঁয়েছেন তামিম ইকবালকে

মুমিনুল মুশফিকের ব্যাটিং নৈপুণ্যে এখন বাংলাদেশের সামনে ইনিংস জয়ের হাতছানি আগের দিনের ২৪০/ নিয়ে খেলতে নেমে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে উইকেটে ৫৬০ রানে যা বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোরও বটে ২৯৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে নাঈম হাসানের করা প্রথম ওভারেই পরপর দুই বলে শূন্য রানে উইকেট হারায় জিম্বাবুয়ে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ উইকেটে রান শুধু ইনিংস হার এড়ানোর জন্যই এখনো ২৮৬ রান প্রয়োজন জিম্বাবুয়ের

সাম্প্রতিক সময়ে এক অন্ধকার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট টানা ছয় টেস্টে হার যার পাঁচটিতেই আবার ইনিংস হারের লজ্জা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল কথা দিয়েছিলেন, সবকিছু বদলাবে এবার দলের কেউ একজন একশ, দুশ কিংবা তিনশও করতে পারে কথা রেখেছেন মুমিনুল তিনি সেঞ্চুরি করেছেন, মুশফিক করেছেন ডাবল

দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল মুশফিক শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন মুশফিক দ্রুত পৌঁছে যান ফিফটিতে অন্যদিকে তখন শতকের অপেক্ষায় ছিলেন মুমিনুল ডোনাল্ড তিরিপানোকে দুর্দান্ত এক কাভার ড্রাইভে চার মেরে নিজের নবম শতকে পৌঁছে যান বাংলাদেশ অধিনায়ক এটি অধিনায়ক মুমিনুলের প্রথম শতক পাশাপাশি এর ফলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শতকের তালিকায় মুমিনুল ছুঁলেন তামিমকে দুজনেরই শতক ৯টি করে মুশফিকও এগিয়ে যেতে থাকেন শতকের দিকে তবে মুশফিক যখন ৯৯ রানে ব্যাট করছিলেন, তখন লাঞ্চের সময় হয়ে যাওয়ায় অপেক্ষা বেড়ে যায় শতকের এরপর বিরতি থেকে ফিরেই আর দেরি করেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান দারুণ এক চারে পূরণ করে নেন সপ্তম শতক

একটু পর জুটিতে ২০০ রান যোগ করে নতুন এক মাইলফলকে পৌঁছে যান দুজন নিয়ে তৃতীয়বারের মতো দুশোর্ধ্ব রানের জুটি গড়লেন দুজনে এর আগে তামিম ইকবাল ইমরুল কায়েসের মতো তাদেরও দুশোর্ধ্ব রানের জুটি দুটি এখন সবার ওপর উঠলেন ডাবল এম জুটি জুটি ভাঙেন নদভু রিটার্ন ক্যাচে ফেরান মুমিনুলকে  ২৩৪ বলে ১৪ চারে ১৩২ রান করেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকের সঙ্গে যোগ দেন মোহাম্মদ মিঠুন যদিও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি সেই অ্যাইন্সলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ১৭ রান করে এরপর মুশফিক লিটন জুটি দানা বেঁধে ওঠে জুটিতেই বাংলাদেশের লিড দুশ পেরিয়ে যায় এর মাঝে মুশফিককে দ্বিশতকের অপেক্ষায় রেখে অর্ধশতক তুলে নেন লিটন এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি ৫৩ রান করে ফেরেন সিকান্দার রাজার বলে তবে কোনো কিছুতেই অবশ্য টলানো যায়নি মুশফিককে তাইজুলকে নিয়ে এগিয়ে যান নিজের তৃতীয় দ্বিশতকের দিকে মাঝে অবশ্য আরো একটি নতুন মাইলফলক গড়েন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তামিম ইকবালকে ছাড়িয়ে সবার উপরে উঠে আসেন মুশফিক আর একটু পর ছুঁয়ে ফেলেন দ্বিশতকের ম্যাজিকাল নাম্বারও ৩১৫ বলে ২৮ চারে ৪৩৪ মিনিট উইকেটে থেকে এই মাইলফলক গড়েন মুশফিক পর পরই ইনিংস ঘোষণা করেন মুমিনুল ৩১৮ বলে মুশফিক অপরাজিত থাকেন ২০৩ রানে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন