‘তিনশও সম্ভব ছিল’

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সেজন্য জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলাও পড়েছিল হুমকির মুখে মূলত পাকিস্তানে দ্বিতীয় টেস্টের বিষয়টি মাথায় রেখে মুশফিককে বাইরে রাখার কথা ভাবা হচ্ছিল বলে গুঞ্জন শোনা যাচ্ছিল সেসঙ্গে বলা হয়েছিল নিজেকে প্রমাণ করেই ফিরতে হবে তাকে মুশফিক ফিরেছেন তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরিও দুরন্ত ব্যাটিংয়ে ঢাকা টেস্টের সব আলো টেনে নিয়েছেন নিজের দিকে দিনের খেলা শেষে বলেছেন, সুযোগ পেলে ট্রিপল সেঞ্চুরির জন্যও চেষ্টা করতেন তিনি যেমন উইকেট পেয়েছেন, সেটি খুব সম্ভব বলেই মনে করছেন মুশফিক

গতকাল দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের কাছে প্রথম প্রশ্ন ছিল উদযাপন নিয়ে উত্তরে বলেন, সেলিব্রেশন নিয়ে আমি আগে থেকে ওভাবে চিন্তা করিনি আমার ছেলে ডাইনোসরের খুব বড় ফ্যান, সবসময় ডাইনোসর দেখলে অন্য রকম সেলিব্রেশন করে, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম আমার ডাবল সেঞ্চুরিটা ওর জন্য

দারুণ ইনিংসে চাপমুক্ত হয়েছেন কিনা জানতে চাইলে মুশফিক বলেন, চাপমুক্ত হওয়ার কিছু নেই সর্বশেষ ইনিংসেও আমি ৭৪ করেছি এটা আমার কাছে কখনো চাপ মনে হয়নি দলে খেললে সবসময় যত বেশি অবদান রাখা যায়, সেটা চিন্তা করি উইকেট যেহেতু খুব ভালো আমাদের টিম প্ল্যান ছিল, টপ সিক্সে যে- সেট হবে যেন ১০০, ১৫০ বা ২০০ করতে পারে মুমুিনলও অনেক চেষ্টা করেছে শান্তও ভালো ব্যাটিং করেছে সবাই চেষ্টা করেছে তবে আল্লাহর রহমতে আমি ডাবল সেঞ্চুরি করতে পেরেছি আমাদের দলও খুব ভালো পজিশনে আছে আর তুলনা করলে এটাই তিনটার মধ্যে সবচেয়ে সহজ উইকেট ছিল

উইকেটে ব্যক্তিগতভাবে ৩০০ রানও সম্ভব ছিল বলে মনে করছেন তিনি, আমি আসলে আশা করিনি, রকম ইনিংস ঘোষণা করবে আমাদের হাতে দুদিন সময় ছিল আর আমার মনে হচ্ছিল উইকেটে আমরা যত বেশি ব্যাট করব, উইকেট আরো ভাঙতে পারত তবে আমাদের কাছে দল অবশ্যই আগে চা বিরতির সময়ও অবশ্য রকম কোনো আলাপ হয়নি আধা ঘণ্টা আগে জানানো হয়েছিল, ছয় থেকে আট ওভারের মতো আমরা ওদেরকে দেব আর লিটন যদি থাকত, আমার জন্য সহজ হতো যদি একটা একশ করে ফেলে, তবে আমারও তিনশর কাছে যাওয়ার সুযোগ থাকত সেটা তো আজকে হতো না, কাল প্রথম সেশনে হয়ে যেত তবে ভবিষ্যতে যদি রকম সুযোগ আসে, তবে চেষ্টা করব

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের পক্ষে ৩০০ রান করা খুবই সম্ভব বলে মনে করছেন মুশফিক, দেখেন শেষবার যখন করেছিলাম, তখনও প্রশ্ন করা হয়েছিল, ৩০০ সম্ভব কিনা? অবশ্যই সম্ভব কেবল আমার জন্য না, টপ অর্ডারে যারা আছেন, সবার জন্য সম্ভব

ম্যাচের আগে মুমিনুল কথা দিয়েছিলেন একশ, দুইশ এমনকি তিনশও হতে পারে তাই তিনশ করার সুযোগ না পেয়ে একটু যেন কষ্টই পেয়েছেন মুশফিক, তিনশ করার সুযোগ তো দিল না দিলে হয়তো চেষ্টা করতাম

ইনিংস দিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক দুজনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বলতে গিয়ে ব্যাটসম্যান, আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান তামিম ইকবাল ওর সঙ্গে আমার সবসময় অন্য রকম একটা কম্পিটিশন থাকে সুস্থ প্রতিযোগিতা যাকে বলে আমি ওকে অনেক অনুপ্রেরণা দিই সেও আমাকে দেয় আমার যে সফলতা, তাতে অনেক খুশি হয় ওর সফলতায়ও আমি অনেক খুশি হই আমি মনেপ্রাণে চাই যেন সর্বোচ্চ স্কোরার হয়, তার পরও চাই ওর চেয়ে এক রানও যেন আমি বেশি করতে পারি

দারুণ এই ডাবলে কিছুটা হলেও ঢাকা পড়ে গেছে মুমিনুলের দারুণ সেঞ্চুরিটি তবে অধিনায়ককে কৃতিত্ব দিতে ভোলেননি মুশফিক, আমি মনে করি, মুমিনুল বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান অ্যাওয়েতে তার রেকর্ড হয়তো ভিন্ন আমি মনে করি, সে টেস্ট দলকে নেতৃত্ব দেয়ার যোগ্য তাকে আমি বিশ্বমানের খেলোয়াড় বলেই মনে করি কিন্তু অনেক চাপে ছিল সেখান থেকে এই দারুণ ইনিংসটি খেলল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন