হারে বিশ্বকাপ শুরু সালমাদের

ক্রীড়া প্রতিবেদক

টি২০ বিশ্বকাপে হার দিয়ে শুরু হলো বাংলাদেশের মিশন গতকাল গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরেছে সালমা খাতুনের দল পার্থে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে উইকেটে ১৪২ রান জড়ো করে ভারত জবাবে উইকেটে ১২৪ রানে থামে বাংলাদেশের ইনিংস

১৪৩ রানের টার্গেটের সামনে পঞ্চম উইকেট জুটিতে জয়ের সম্ভাবনা ধরে রাখেন ফাহিমা খাতুন নিগার সুলতানা ২২ বলের জুটিতে ২৮ রান যোগ করেন দুজন মাত্র বলের ব্যবধানে দুজনই আউট হয়ে গেলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ পরে চেষ্টা করেছিলেন জাহানারা আলম (১০) রুমানা আহমেদ (১৩) কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না বাংলাদেশ ব্যাটারদের ওপর বেশি প্রভাব বিস্তার করেন পুনম যাদব   শিখা পান্ডে পেসার শিখা ১৪ রান খরচায় নেন উইকেট লেগ স্পিনার পুনম ১৮ রান দিয়ে নেন উইকেট

এর আগে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন শেফালি ভার্মা দ্রুত সঙ্গীহারা হলেও আগ্রাসন থামাননি ভার্মা ওপেনার তানিয়া ভাটিয়াকে () চটজলদি ফিরিয়ে ভালো সূচনা এনে দিয়েছিলেন অধিনায়ক সালমা তবে ভার্মা-রদ্রিগেজ দ্বিতীয় উইকেট জুটিতে খুব ভালোভাবেই ধাক্কা সামলে নেন ৩৭ রান যোগ করেন দুজনে মাত্র ১৭ বলের বিস্ফোরক ইনিংসে ৩৯ রান করে আউট হয়ে যান ভার্মা শেষ দিকে ভেদা কৃষ্ণমূর্তি ঝড়ো ইনিংস খেলে দলকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর ১১ বলে ২০ রান করেন তিনি বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন পান্না ঘোষ অধিনায়ক সালমা

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৪২/ (ভার্মা ৩৯, রদ্রিগেজ ৩৪, কৃষ্ণমূর্তি ২০*, সালমা /২৫, পান্না /২৫) বাংলাদেশ: ১২৪/ (মুর্শিদা ৩০, নিগার ৩৫, ফাহিমা ১৭, পান্ডে /১৪, রেড্ডি /৩৩, পুনম /১৮) ফল: ভারত ১৮ রানে জয়ী ম্যাচসেরা: শেফালি ভার্মা (ভারত)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন