বার্সাকে আশা দেখাচ্ছেন মেসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ স্ট্যামফোর্ড ব্রিজে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে চেলসি ইতালির দল ন্যাপোলির মাঠে খেলবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়

চেলসির মাঠে আজ বায়ার্নকে আশা দেখাচ্ছেন দুরন্ত ফর্মে থাকা রবার্ট লেভানডভস্কি ১০ গোল করে বরুশিয়া ডর্টমুন্ডের টিনএজ আর্লিং ব্রাউট হালান্ডের সঙ্গে যুগ্মভাবে গোলচার্টের শীর্ষে তিনি শনিবার বুন্দেসলিগায় প্যাডারবর্নের বিপক্ষে জোড়া গোল করে চেলসি ম্যাচের মহড়াও সেরে নেন তিনি সঙ্গে জাতীয় দলে ব্রাত্য জার্মান ফরোয়ার্ড টমাস মুলারও নিজেকে প্রমাণে মরিয়া মুলারকে নিয়ে লেভা বলেন, টমাসের পাশে খেলা অপেক্ষাকৃত সহজ, সে আমাকে অনেক সাহায্য করে সে খেললেই মনে হয়, পেনাল্টি অঞ্চলের আমাদের একজন খেলোয়াড় বেশি আছে এবং আমি অনেক বেশি জায়গাও পাই, কেননা তখন আমার বিপক্ষে সবসময় দু-তিনজন থাকে না

বুন্দেসলিগায় ২৫ গোল করে লেভা যেমন শীর্ষে, তেমনি ১৪টি অ্যাসিস্ট নিয়ে মুলারও তালিকার শীর্ষে গত বছর মুলারকে জাতীয় দলে বিবেচনা না করার কথা জানিয়ে দেন জোয়াকিম লুভ এরপর ক্লাবের হয়ে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করছেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার লেভা তো ক্যারিয়ারের সেরা ফর্মে দুজনের যুগলবন্দিই আজ বিপদে ফেলতে পারে চেলসিকে

আজ একাদশ নিয়ে কী করবেন চেলসি কোচ ফ্রাংক ল্যাম্পার্ড? ইনজুরিফেরত অলিভিয়ার জিরু শনিবার টটেনহামের বিপক্ষে চেলসির জয়ে প্রথম গোলটি করেন এটি চলতি মৌসুমে ক্লাবের হয়ে তার দ্বিতীয় লিগে প্রথম গোল ওই ম্যাচে ৭০ মিনিট খেলা জিরুকে আজ মূল একাদশে রাখবেন কিনা ল্যাম্পার্ড, সেটাই দেখার অপেক্ষা স্পার্সদের বিপক্ষে পাঁচ ডিফেন্ডার খেলিয়ে সফলতা পান ল্যাম্পার্ড এই ফরমেশনের প্রশংসা করেন টটেনহাম কোচ হোসে মরিনহো একই ফরমেশন আজ বায়ার্নের সামনেও দিতে পারেন তিনি

লিওনেল মেসির দাবি, মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো যথেষ্ট ভালো খেলছে না বার্সেলোনা কিন্তু তিনি আছেন বলেই বার্সার আশাও টিকে থাকে বিশেষ করে শনিবার এইবারের বিপক্ষে তার চার গোলের পর বড় আশা করতেই পারেন কাতালান জায়ান্টরা

ন্যাপোলিও রয়েছে দুরন্ত ফর্মে, সর্বশেষ সাত ম্যাচের ছয়টিই জিতেছে তারা এর মধ্যে জুভেন্টাস ইন্টার মিলানকেও হারানোর কৃতিত্ব দেখায় গেনারো গাত্তুসোর দল এর পরও  বার্সেলোনাকেই ফেভারিট ভাবা হচ্ছে ওই মেসির কারণে তার ফর্ম নিয়ে কোচ কুইক সেতিয়েন, ১৪-১৫ বছর ধরেই সে এমন ফর্মে আছে যেকোনো ক্লাব কোচের জন্য সে এক নির্ভরতা আস্থার নাম এটাই তাকে বিশ্বের সেরা খেলোয়াড় বানিয়েছে সে যা করতে পারে, তা অনেকে শুধু স্বপ্নই দেখতে পারে

মেসি অনবদ্য ফর্মে থাকলেও আজ নেপলসে কঠিন পরীক্ষায় পড়তে পারে বার্সেলোনা গাত্তুসোর দল উন্নতির ধারায় রয়েছে বলেই ভয় বার্সার মার্চ রিয়াল মাদ্রিদের মাঠে এল ক্ল্যাসিকো খেলতে যাবে সেতিয়েনের দল ওই ম্যাচের আগেও জয়ের ধারায় থাকতে চাইবেন মেসিরা এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন