১০ উইকেটে হারল ভারত

ওয়েলিংটন টেস্টে চতুর্থ দিন মধ্যাহ্নভোজের আগেই নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারল ভারত টেস্টে এটা নিউজিল্যান্ডের ইতিহাসে শততম জয়

উইকেটে ১৪৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ভারত গুটিয়ে যায় ১৯১ রানেই অভিজ্ঞ পেসার টিম সাউদি গতকাল সকালের সেশনে ২০ রান খরচায় উইকেট তুলে নিয়ে ভারতকে দ্রুত অলআউট করতে বড় ভূমিকা রাখেন এতে রানের টার্গেট পায় নিউজিল্যান্ড মাত্র দশমিক ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা প্রথম ইনিংসে চারটি দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নেন সাউদি সব মিলিয়ে ১১০ রানে উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় তিনি

দুর্দান্ত জয়ে দুই টেস্টের সিরিজে - ব্যবধানে এগিয়ে থাকল নিউজিল্যান্ড তার মানে সিরিজ হারার কোনো সুযোগ নেই তাদের ওয়েলিংটন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ৬০ পয়েন্টও সংগ্রহ করল কেন উইলিয়ামসনের দল

অস্ট্রেলিয়ার মাটিতে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার বিশ্বের শীর্ষ র্যাংকধারী ভারতকে ১০ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাড়াল কিউইরা এমন দাপুটে জয় শেষে উইলিয়ামসন বলেন, চার দিনজুড়ে দুর্দান্ত প্রচেষ্টা ছিল আমাদের আমরা জানি, বিশ্বজুড়ে ভারত কতটা শক্তিশালী প্রথম ইনিংসে (ভারতের) ভালো প্রচেষ্টার পর ব্যাট হাতে লড়াকু সংগ্রহ আমাদের এগিয়ে রাখে লোয়ার অর্ডারের রানগুলোও গুরুত্বপূর্ণ ছিল সব মিলিয়ে অলরাউন্ড প্রচেষ্টা ছিল আমাদের ম্যাচসেরা সাউদির অনুভূতি, ভারতকে হারানো খুবই আনন্দের একটি বোলিং ইউনিট হিসেবে ২০ উইকেট নেয়া খুবই আনন্দের এখানের পিচও একটু ভিন্ন ছিল টেনিস বলের মতো বাউন্স হচ্ছিল

২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে ক্রিকইনফো এএফপি

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ১৬৫ ১৯১ (আগারওয়াল ৫৮, রাহানে ২৯, পন্ত ২৫; সাউদি /৬১, বোল্ট /৩৯) নিউজিল্যান্ড: ৩৪৮ / ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী ম্যাচসেরা: টিম সাউদি (নিউজিল্যান্ড)  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন