বিশ্বজুড়ে হুমকিতে রয়েছে মানবাধিকার: গুতেরেস

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাপী মানবাধিকারের ওপর হুমকির সামনে দাঁড়িয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী যে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে এবং হত্যার পরিমাণ বাড়ছে, সেদিকে ইঙ্গিত করে গতকাল জাতিসংঘের বার্ষিক সম্মেলনে আহ্বান রাখেন তিনি খবর এএফপি

জেনেভায় আয়োজিত জাতিসংঘের বার্ষিক সম্মেলনে গুতেরেস বলেন, মানবাধিকার হুমকির মুখে পড়েছে অনেক মানুষ দৃষ্টির আড়ালে পড়ে থাকছে এবং ভয়ের বিস্তার ঘটছে বিভিন্ন দেশে ক্রমবর্ধমান বিভাজন রাজনৈতিক মেরুকরণের দিকে ইঙ্গিত করে জাতিসংঘ মহাসচিব আরো বলেন, রাজনৈতিক হিসাব-নিকাশ এখন গুরুত্ব পাচ্ছে এবং ভোটের বাক্স ভরতে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে

যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন ছিটমহলে মানুষকে আবদ্ধ করে রেখে, খাবার সরবরাহ বন্ধ করে এবং বোমা হামলা চালানোর মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছে বলে জানান গুতেরেস মানুষের অসহায়ত্বের সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বের প্রতিটি অঞ্চলে মানব পাচার বেড়েছে নারী অল্প বয়সী মেয়েদের দাসত্বের বন্ধনে আটকানো হচ্ছে, তাদের ওপর নিপীড়ন যৌন হয়রানি চালানো হচ্ছে বিভিন্ন দেশে অ্যাক্টিভিস্টদের জেলে  পোরা হচ্ছে এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিগৃহীত করা হচ্ছে

বিশ্বব্যাপী চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল বেখলেট জাতিসংঘ বার্ষিক সম্মেলনে তিনি বলেন, আমরা যেন আমাদের তরুণ প্রজন্ম শিশুদের সামনে অনিয়ন্ত্রিত মানবাধিকার লঙ্ঘনের পৃথিবী উপহার না দিই

নারী শিশুর প্রতি সহিংসতা বন্ধ, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আটকে পড়াদের সুরক্ষা নিশ্চিত করা এবং জলবায়ু সংকট নতুন প্রযুক্তির কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবেলাসহ সাতটি ইস্যুতে সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

গুতেরেস বলেন, আমরা দেখেছি কীভাবে নারী অধিকার বাস্তবায়ন হুমকিতে পড়েছে, নারী হত্যা এবং নারী মানবাধিকার কর্মীদের ওপর হামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে

লিঙ্গসমতা যে ভেতর থেকে শুরু করতে হবে, সে বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, এরই মধ্যে জাতিসংঘ তার বেশির ভাগ জ্যেষ্ঠ পদে লিঙ্গসমতা অর্জন করেছে ২০২৮ সালের মধ্যে জাতিসংঘের সমগ্র ব্যবস্থায় তা অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন গুতেরেস

মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আরো জোরালোভাবে মুখ না খোলার জন্য সমালোচনার মুখোমুখি হয়েছেন গুতেরেস তিনি মানবাধিকার লঙ্ঘনে যুক্তরাষ্ট্র, চীন সৌদি আরবের নাম উল্লেখ না করে পর্দার আড়ালের কূটনীতির ওপর জোর দিয়েছেন

চলতি মাসে ফরেন পলিসি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাত্কারে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাবেক প্রধান যাইদ রাদ আল-হুসেইন বলেন, গুতেরেসের মুখ ফুটে বলতে না পারাকে দূরদর্শিতা নয়, দুর্বলতা হিসেবে মূল্যায়ন করবে ইতিহাস

গুতেরেসের আহ্বানকে স্বাগত জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেন, যদি মানবাধিকার লঙ্ঘনকারীদের নাম উচ্চারণ করা থেকে তিনি বিরত না থাকতেন, তাহলে তা আরো কার্যকর হতো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন