গাজা ও সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

বণিক বার্তা ডেস্ক

গাজা উপত্যকা সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ছয় জঙ্গি নিহত হয়েছে জঙ্গিগোষ্ঠীর রকেট হামলার জবাবে তাদের লক্ষ্য করে পরিচালিত হামলায় হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবর এএফপি

ইসরায়েলের বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, আগামী মার্চ দেশটির সাধারণ নির্বাচন সামনে রেখে রকেট হামলা করে জঙ্গিগোষ্ঠী এর প্রত্যাঘাত হিসেবে গাজা সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী ইসলামী জঙ্গি অধ্যুষিত অঞ্চল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে

গাজা সীমান্তে ইসরায়েলি হামলায় একজন জঙ্গি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকা থেকে ২০টি ক্ষেপণাস্ত্র গোলা নিক্ষেপ করা হয় ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে জঙ্গিদের একটি বড় ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক জঙ্গিগোষ্ঠী তাদের দুজন যোদ্ধা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ইরান সমর্থিত আসাদ সরকারের সমর্থক চারজন যোদ্ধা নিহত হয়েছে উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে সিরিয়ার সরকারি বাহিনী, সিরিয়ায় অবস্থানরত ইরানি মিত্র বাহিনী দেশটিতে যুদ্ধরত হিজবুল্লাহ বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরায়েল সিরিয়ায় ১০০ বিমান হামলা চালায় তবে ইসরায়েলের পক্ষ থেকে দায় স্বীকারের নজির খুব একটা দেখা যায়নি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন