আজ ঢাকায় আসছেন জার্মান মন্ত্রী

আলোচনায় গুরুত্ব পাবে তৈরি পোশাক খাত

নিজস্ব প্রতিবেদক

জার্মানির অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী ড. জার্ড মুলার দুদিনের সংক্ষিপ্ত সফরে আজ ঢাকায় আসছেন। এতে তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তার এ সফরের আলোচনার মূল কেন্দ্রে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত ও ট্রেড ইউনিয়ন। গতকাল ঢাকার জার্মান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ড. জার্ড মুলার। এছাড়া সমাজের বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। 

. জার্ড মুলার তার এ সফরে গাজীপুরের কয়েকটি কারখানাও পরিদর্শন করবেন এবং সরকারের প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলবেন। এ সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি দেখা। সেজন্য ঢাকা ছাড়ার আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোও পরিদর্শন করবেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন