‘বিটুমিন বালি’ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে টেক রিসোর্সেস

বণিক বার্তা ডেস্ক

পশ্চিম আলবার্টার একটি বিটুমিন বালির খনি থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে কানাডার প্রতিষ্ঠান টেক রিসোর্সেস। প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল হাজার কোটি কানাডিয়ান ডলার। খনি থেকে প্রতিদিন জ্বালানি তেল উৎপাদন হওয়ার কথা ছিল লাখ ৬০ হাজার ব্যারেল। খবর এএফপি।

মূলত বিটুমিন বালির খনিতে তেল উৎপাদনের কার্যক্রম পরিচালনায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে শুরু থেকেই প্রকল্পটির বিরুদ্ধে সোচ্চার ছিলেন পরিবেশবাদীরা। একই সঙ্গে ওই অঞ্চলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষও প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নেয়। ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এজেন্সি অব কানাডার এক গবেষণায় দেখা গেছে, খনিটিতে কার্যক্রম শুরু হলে প্রতি বছর কার্বন ডাই-অক্সাইড উত্পন্ন হবে ৪১ লাখ টন।

অবস্থায় ভ্যাঙ্কুভারভিত্তিক মাইনিং কোম্পানি টেকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আলবার্টার প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্তের ব্যাখ্যাসহ একটি চিঠি পরিবেশমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। টেকের প্রধান নির্বাহী তার ওই চিঠিতে বলেন, প্রকল্পটি নিয়ে এমন সিদ্ধান্ত নেয়ায় তারা হতাশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন