‘বাংলাদেশই কিছুটা এগিয়ে’

ক্রীড়া প্রতিবেদক

শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে অতিথিরা উইকেটে ২২৮ রান নিয়ে দিন শেষ করেছে দলটি উইকেট নেয়া নাঈম হাসান জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন মিরপুর টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকদেরই খানিকটা এগিয়ে রাখলেন

উইকেট পুরোপুরি অনুকূলে না থাকার পরও কীভাবে সাফল্য পেলেন? জানতে চাইলে নাঈম বলেন, আমার পরিকল্পনা ছিল কেবল এক জায়গায় বল করে যাওয়া এদিন নাঈমের গতির পরিবর্তনও ছিল দেখার মতো বৈচিত্র্যময় বোলিং সম্পর্কে তিনি বলেন, আসলে স্পিনারদের তো পেস ভ্যারিয়েশনটাও দরকার আমরা চেষ্টা করেছি, রান না দিয়ে এক জায়গায় বেশি সময় ধরে বল করে যাওয়ার আর লম্বা স্পেলে বল করার অভ্যাসটা আমার জাতীয় লিগ থেকেই তৈরি হয়েছে ওখানেও লম্বা স্পেল করেছি আমি যখনই লম্বা স্পেলে বল করি, ধৈর্য ধরে এক জায়গায় বল করার চেষ্টা করি

মিরপুরের উইকেটে সাধারণত প্রথম দিন থেকেই টার্ন পাওয়া যায় কিন্তু উইকেট তেমনটা নয় তাই ম্যাচের আগে উইকেট নিয়ে বাড়তি কোনো নির্দেশনা ছিল কিনা? নিয়ে অফ স্পিনারটি বলেন, উইকেট নিয়ে তো তেমন কোনো আলোচনা হয়নি উইকেট যেমনই হোক, স্পিনারদের চেষ্টা থাকে একটা জায়গা ধরে রেখে রান কম দেয়া আর আসলে এটা এত টার্নিং উইকেট ছিল না ব্যাটিংয়ের জন্য ভালো ছিল

দিন শেষে এখন নিজেদের কোথায় রাখবেন? প্রশ্নের উত্তরে নাঈম বলেন, এখন আমরা খুব ভালো অবস্থায় আছি উইকেটও ভালো আছে অন্য পাশ থেকে বোলাররা খুব ভালো বোলিং করছে দুই পাশ থেকে যখন রান কম হয়েছে, তখন উইকেট পাওয়া গেছে আর উইকেটে টিকে থাকলে ব্যাটিং করা সহজ দ্বিতীয় দিন দলের লক্ষ্য জানতে চাইলে এক কথায় উত্তর, আমরা চেষ্টা করব ওদের দ্রুত অলআউট করতে

সাকিব আল হাসান না থাকায় দায়িত্বটা বেশি কিনা? প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখনই বল হাতে নিই, আমার দায়িত্ব বোলিং করা পরিস্থিতি যেমনই হোক সাকিব ভাই থাকলে আরো ভালো হতো তবে তেমন কোনো চাপ নেই বল হাতে নিয়ে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করি

স্পিনার হিসেবে নাঈম উইকেট পেলেও অভিজ্ঞ তাইজুল ইসলাম থেকেছেন উইকেটশূন্য যদিও নিজের উইকেট নেয়ার কৃতিত্বে কিছুটা তাইজুলকেও ভাগ দিলেন স্পিনার, তাইজুল ভাই এক পাশ থেকে ভালো বল করছেন বলেই আমি উইকেট পেয়েছি আজকে আমি উইকেট পেয়েছি কাল আমি এক পাশ থেকে ডট দিতে পারলে তাইজুল ভাই পাবেন

অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের বোলারদের তিনি বলেন, আমি মনে করি উইকেট খুব ভালো ছিল বাংলাদেশের বোলাররা আসলেই অনেক ভালো বল করেছে, সঠিক লাইনে একটানা বল করেছে সময় দিন শেষে বাংলাদেশকে কিছুটা এগিয়েও রাখেন তিনি, যেমনটা বলছিলাম, বাংলাদেশ সারা দিন খুব ভালো বল করেছে তারা শেষ দিকে কয়েকটি উইকেটও তুলে নিয়েছে কিছুটা এগিয়ে আছে তারা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন