কিংসের রাজসিক সূচনা

ক্রীড়া প্রতিবেদক

কাগজ-কলমের হিসাবে লড়াইটা ছিল অসম বাইরের হিসাব মাঠেও টেনে আনল বসুন্ধরা কিংস নারী ফুটবল লিগের প্রথম ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২- গোলে উড়িয়ে দিল হালের পরাশক্তিরা

গত মৌসুমে ঘরোয়া সর্বোচ্চ আসরে আত্মপ্রকাশেই সাফল্যের রঙে উদ্ভাসিত হয় বসুন্ধরা কিংস ছেলেদের সাফল্যের রঙ নারী বিভাগেও টেনে আনতে দলে একঝাঁক তারকার সমাবেশ ঘটানো হয় প্রথম ম্যাচেই উজ্জ্বল উপস্থিতির জানান দিলেন নারী তারকারা

ম্যাচে ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার চার গোল করেছেন তিন গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন দুটি গোল করেছেন মিডফিল্ডার মিশরাত জাহান মৌসুমী মিডফিল্ডার মারিয়া মান্ডা ছাড়াও স্কোরশিটে নাম লেখান দুই ডিফেন্ডার শিউলি আজিম নারগিস খাতুন

কিক-অফের পর প্রথম মিনিটেই অধিনায়ক

সাবিনা খাতুন গোল উৎসবের সূচনা করেন চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার ১১ মিনিটে স্কোরলাইন - করেন টাঙ্গাইলের গোপালপুর থেকে উঠে আসা ফরোয়ার্ডই মিনিটের ব্যবধানে মিশরাত জাহান মৌসুমী জোড়া গোল করলে প্রথমার্ধেই - গোলের লিড পায় বসুন্ধরা কিংস

প্রথমার্ধের মতো বিরতির পরও প্রথম মিনিটেই গোল করেন সাবিনা খাতুন ম্যাচের ৫৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা রানী সরকার ৫৭ মিনিটে শিউলি আজিম গোল করার পর ৬৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা খাতুনও ৮৩ মিনিটে নারগিস ৮৭ মিনিটে মারিয়া মান্ডা গোল করেন ৯০ মিনিটে নিজের চতুর্থ গোল করেন কৃষ্ণা রানী

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ লিগের সূচনা করেন সময় বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন