নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সাত দিনব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প মেলা শুরু হয়েছে গতকাল সকালে নগরীর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম সাত দিনব্যাপী মেলায় স্থানীয় ২৭টিসহ মোট ৪৯টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান মোশতাক হোসেন, ফতুল্লা বিসিক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক, অতিরিক্ত পুলিশ সুপার সুভাস সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোরশেদ সারোয়ার সোহেল, এসএমই পণ্য মেলার ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা যে পণ্য তৈরি বাজারজাত করে থাকেন, তাদের অনেকেরই পুঁজির স্বল্পতা থাকে তাদের পুঁজির স্বল্পতা বিনিয়োগ বাড়াতে যাতে ব্যাংক ফিন্যান্সিয়াল সহায়তা পেতে পারে, সেজন্য সরকার মেলার আয়োজন করেছে

তিনি আরো বলেন, উদ্যোক্তারা যাতে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন বিপণন করতে পারেন, সেটিতে সহযোগিতা করবে মেলা জেলার বিভিন্ন প্রান্তে ঘরে বসে নারীরা তাদের পণ্য উৎপাদন করেন কিন্তু তারা সরাসরি গ্রাহকের কাছে যেতে পারছেন না মেলা তাদের পণ্যের সঙ্গে গ্রাহকের সম্মেলন ঘটাতে সহযোগিতা করবে বলেও জানান তিনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন