ভিক্টোরিয়া’স সিক্রেটের মালিকানার নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছে এল ব্র্যান্ডস

বণিক বার্তা ডেস্ক

নারীদের পোশাক প্রসাধনীর জন্য বিখ্যাত ভিক্টোরিয়া সিক্রেটের নিয়ন্ত্রণমূলক মালিকানা বিক্রি করতে যাচ্ছে মার্কিন খুচরা বিক্রেতা গ্রুপ এল ব্র্যান্ডস ১১০ কোটি ডলারে নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান স্যাকামোর পার্টনারসের কাছে মালিকানা বিক্রি করতে যাচ্ছে এল ব্র্যান্ডস খবর দ্য ন্যাশনাল

নিজেদের মূল ব্র্যান্ড বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে মনোযোগ বাড়াতে ভিক্টোরিয়া সিক্রেটের মালিকানা বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন খুচরা বিক্রেতা কোম্পানিটি এক বিবৃতিতে এল ব্র্যান্ডস জানিয়েছে, বেসরকারি ইকুইটি প্রতিষ্ঠানটির কাছে ব্র্যান্ডটির ৫৫ শতাংশ এল ব্র্যান্ডসের কাছে অবশিষ্ট ৪৫ শতাংশ মালিকানা থাকবে এছাড়া স্বতন্ত্র কোম্পানি হিসেবে পরিচালিত হবে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস

এদিকে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের নির্বাহী অ্যান্ড্রু মেসলোর কাছে দায়িত্ব হস্তান্তর করে প্রধান নির্বাহীর পদ ছাড়তে যাচ্ছেন লেসলি ওয়েক্সনার উল্লেখ্য, ১৯৮২ সালে ভিক্টোরিয়া সিক্রেট কিনেছিলেন ওয়েক্সনার কোম্পানির চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েক্সনার

গত বছর মালিকানার ক্ষুদ্র অংশ কিনে নেয়া অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারী বেরিংটন ক্যাপিটাল ভিক্টোরিয়া সিক্রেট থেকে দ্রুতবর্ধনশীল বাথ অ্যান্ড বডি ওয়ার্কসকে পৃথক করার আহ্বান জানিয়েছিল যার পর মালিকানা বিক্রির ঘোষণা দেয়া হলো

সাম্প্রতিক সময়ে অনলাইন খুচরা বিক্রেতাগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ায় বিখ্যাত ব্র্যান্ডটির বিক্রিতে অবনতি দেখা গেছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন