নতুন নামের আবেদন ভারতের একীভূত তিন ব্যাংকের

বণিক বার্তা ডেস্ক

 একীভূত হচ্ছে ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি), ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্স (ওবিসি) ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া (ইউবিআই) একীভূত এনটিটির নতুন নামকরণে ভারতের অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে তারা খবর দ্য হিন্দু

চলতি অর্থবছরে ব্যাংক অব বারোদা (বিওবি), বিজয়া ব্যাংক, দেনা ব্যাংক একীভূত হওয়ার পর এবার আরেকটি একীভবনের নজির স্থাপন হতে চলেছে ওবিসি ইউবিআই নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে আঞ্চলিক নামের পরিবর্তে সর্বভারতীয় নাম দেয়ার অভিমত প্রদান করে তবে ব্যাংকের নাম পরিবর্তনের জন্য কিছু ছাড়পত্র কাজ সম্পাদন জরুরি অন্যথায় ভারতের সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড এতে জটিলতার মুখে পড়ে

নাম পরিবর্তনের বিষয়টি খুব সময়সাপেক্ষ, তাই অর্থ মন্ত্রণালয়ও পদক্ষেপ থেকে দূরে ছিল কিন্তু ভারতের অর্থনীতিতে একীভবন কিংবা অন্য কোনো কারণে নাম পরিবর্তনের ঘটনা মোটেই অপ্রচলিত বিষয় নয় অতি সম্প্রতি আইডিএফসি ক্যাপিটাল ফার্স্টের সঙ্গে এনবিএফসি একীভূত হয়ে আইডিএফসি ফার্স্ট নামে কার্যক্রম চালাচ্ছে আগের রত্নাকর ব্যাংক আরবিএল নাম ধারণ করেছে,

ক্যাথলিক সিরিয়ান ব্যাংক সিএসবি নামে পরিচিতি পেয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন