‘মিস্টার ইন্ডিয়া’ ছবির রিমেক নিয়ে সোনমের সমালোচনা

ফিচার ডেস্ক

শ্রীদেবী-অনিল জুটির মিস্টার ইন্ডিয়া ছবির রিমেক তৈরির কথা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বলিউডের নির্মাতা আলী আব্বাস জাফর ছবিটি নির্মাণ করবেন এবং এতে প্রধান চরিত্রে রণবীর সিংকে দেখা যাবে বলে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়

কিছুদিন আগে আলী আব্বাস টুইটারে মিস্টার ইন্ডিয়া টু তৈরির ঘোষণা দিয়ে লেখেন, মিস্টার ইন্ডিয়ার ট্রিলজি তৈরির জন্য জিস্টুডিওর অংশীদার হতে আগ্রহী প্রত্যেকের পছন্দের আইকনিক চরিত্রটি নিয়ে কাজ করা সত্যিই এক বিশাল দায়িত্ব বর্তমানে চিত্রনাট্যের কাজ করছি এখনো কোনো অভিনেতা ঠিক করা হয়নি একবার চিত্রনাট্যের প্রথম খসড়াটি করে নিই, তারপর কাস্টিং শুরু হবে

রকম খবরে মিস্টার ইন্ডিয়া ছবির মূল নির্মাতা শেখর কাপুর অবাক হয়েছিলেন এবং তার নিজের ছবির নাম বা চরিত্রের জন্য কেউ তার কাছে অনুমতি চায়নি বলে দাবি তুলেছিলেন

মিস্টার ইন্ডিয়ার রিমেক নিয়ে নির্মাতা আলী আব্বাসের টুইটের পর অনিল কাপুরের ভক্তরাও নিয়ে আলোচনা তোলেন এবং তারা পুরনো ছবির রিমেক চান না বলেও মন্তব্য করেন

এবার বিষয়টি নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন অনিলকন্যা সোনম কাপুর তিনি এবং তারা বাবা আলী আব্বাসের টুইটারের মাধ্যমেই মিস্টার ইন্ডিয়ার রিমেক তৈরি সম্পর্কে জানতে পেরেছেন বলে সম্প্রতি দাবি করেছেন অভিনেত্রী বিষয়টি সম্পর্কে কেউই তার বাবা বা শেখর কাপুরের সঙ্গে পরামর্শ করেননি বলে তিনি জানিয়েছেন এবং এটাকে অসম্মানজনক বলে টুইটারে মন্তব্য করেছেন সোনম

তিনি আরো লিখেছেন, মূল ছবিটি অনেক পরিশ্রম হূদয় দিয়ে নির্মিত হয়েছিল এবং এটি তার বাবার উত্তরাধিকার তাই যে কারো কাজকে সম্মান করা উচিত বলেও উল্লেখ করেন অভিনেত্রী

মিস্টার ইন্ডিয়া ছবিতে প্রয়াত অভিনেতা অমরেশ পুরি আইকনিক ভিলেন মোগাম্বো চরিত্রে অভিনয় করেছিলেন এটি ছিল তখনকার সায়েন্স ফিকশন ছবিগুলোর অন্যতম একটি

তবে এখন পর্যন্ত ছবিটির রিমেক তৈরি নিয়ে মিস্টার ইন্ডিয়া অর্থাৎ অনিল কাপুর কোনো মন্তব্য করেননি যদিও চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর ছবির রিমেক তৈরি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন

মিস্টার ইন্ডিয়া নিয়ে সোনমের বক্তব্য এরই মধ্যেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে তার অভিব্যক্তির পর নির্মাতা আলী আব্বাস কীভাবে তার প্রতিক্রিয়া জানাবেন, সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন মিস্টার ইন্ডিয়ার ভক্তরা

 

সূত্র: পিংকভিলা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন